নিজস্ব প্রতিবেদক : ১৯ আগস্ট ২০২৩, শনিবার, ২১:২৬:৫৮
চার দিনের বিশেষ ছুটি কাটিয়ে ফের আবাসিক ক্যাম্পে ফিরেছেন জাতীয় হকি দলের খেলোয়াড়রা। শুক্রবার রাতে (১৮ আগস্ট) ক্যাম্পে ফিরে তারা শনিবার (১৯ আগস্ট) সকালে অনুশীলনে যোগ দেন। এরপর বিকেলের সেসনেও ঘাম ঝরান।
এদিকে জাতীয় দলের কোরীয় কোচ ইয়ং কিউ কিম এখনও পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। হকি ফেডারেশন সূত্রে জানা গেছে তিনি সোমবার (২১ আগস্ট) রাতে ঢাকায় ফিরতে পারেন। জানা গেছে ইয়ং কিউ কিম না আসা পর্যন্ত স্থানীয় কোচরা দলের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।
এক প্রশ্নে জাতীয় হকি দলের ম্যানেজার মাহবুবুল এহসান রানা হকিবাংলাদেশ.কম-কে বলেন, আমরা দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন এবং ওমানকে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে এ মুহূর্তে কোনো দলেরই সিডিউল পাওয়া যাচ্ছে না। যে কারণে আমরা এখন চেষ্টা করছি চীনে গিয়ে যদি কারো সঙ্গে অন্তত ২০ থেকে ৩০ মিনিটেরও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয় খেলবো।
উল্লেখ্য জাতীয় দলের খেলোয়াড় ও স্থানীয় কোচিং স্টাফ ৪ দিনের ছুটি কাটালেও দলের প্রধান কোচ ৭ দিনের ছুটি কাটাচ্ছেন।
Rent for add