• ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

চার দেশকে চিঠি, অপেক্ষায় বাহফে

এশিয়ান গেমসে যাবার আগে বাংলাদেশ জাতীয় হকি দল দেশে কিংবা বিদেশের মাটিতে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছে। তাই বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) প্রস্তুতিমূলক ম্যাচ আয়োজনের লক্ষে চারটি দেশের সঙ্গে যোগাযোগ করছে।

বাংলাদেশ জাতীয় হকি দলের ম্যানেজার মাহবুবুল এহসান রানা আজ (১৪ আগস্ট) সোমবার দুপুরে হকিবাংলাদেশ.কম-কে মুঠোফোনে বলেন, এ মুহূর্তে কোনো দেশই আমাদের এখানে এসে খেলতে রাজি হচ্ছে না। তাই আমরা চীনের হাংজু যাবার আগে বিদেশের মাটিতে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছি।

মাহবুবুল এহসান রানা এক প্রশ্নে বলেন, গতকাল রোববার (১৩ আগস্ট) আমরা ফেডারেশন থেকে চারটি দেশকে আমাদের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এখন তারা আমাদের সঙ্গে ম্যাচ খেলবে কি-না সে উত্তরের অপেক্ষায় রয়েছি।

প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ হকি ফেডারেশন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন এবং ওমানকে আমন্ত্রণ জানিয়েছে। এ প্রসঙ্গে মাহবুবুল এহসান রানা বলেন, দেশগুলো থেকে সাড়া পেলেই যাবার জন্য প্রস্তুতি নেবো। অপর এক প্রশ্নে আরও বলেন, এশিয়ান গেমস শুরু হওয়ার দশ থেকে পনের দিন আগে চীনে যেয়েও তাদের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ হতে পারে। এক্ষেত্রে আমন্ত্রিত দলগুলোর উপরই সবকিছু নির্ভর করছে। তাই আমরা তাদের উত্তরের অপেক্ষা করছি।

এদিকে এশিয়ান গেমসে এশিয়ার অন্যতম দুই জায়ান্ট ভারত ও পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে এই তিন দল ছাড়াও জাপান, সিঙ্গাপুর ও উজবেকিস্তান রয়েছে। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, ওমান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনাল খেলবে। বাকি দলগুলো স্থান নির্ধারণের জন্য লড়বে।

শক্তির বিচারে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও জাপান এই তিন দলের পরেই বাংলাদেশের অবস্থান হওয়ার কথা। সেই হিসেবে গ্রুপে চতুর্থ হলে সপ্তম স্থানের জন্যই লড়তে হবে বাংলাদেশকে। জাকার্তা এশিয়াডে ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। এবারও আগের অবস্থান ধরে রেখে আরও ভাল করার প্রত্যাশা করছে বাংলাদেশ।

বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২৪ সেপ্টেম্বর জাপান, ২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২ অক্টোবর ভারতের সঙ্গে মোকাবেলা করবে। গ্রুপে তৃতীয় বা চতুর্থ হলেও পঞ্চম বা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে ৫ অক্টোবর। ৬ অক্টোবর পুরুষ হকির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য আসন্ন এশিয়ান গেমসে ভাল করার প্রত্যয়ে ১৫ জুন থেকে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আবাসিক ক্যাম্প শুরু হয়। এরপর ২ জুলাই দক্ষিণ কোরিয়ার কোচ ইয়াং কু কিম জাতীয় দলের দায়িত্ব নেন। তার প্রশিক্ষণেই বর্তমানে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প এগিয়ে চলেছে। চূড়ান্ত দল গঠনে বাংলাদেশ হকি ফেডারেশন ৮ আগস্ট বাংলাদেশ জাতীয় হকি দলের নাম ঘোষণা করে। ২৬ সদস্য বিশিষ্ট দলের মধ্যে ১৮ জন খেলোয়াড় এবং ৩ জন কর্মকর্তা রয়েছেন। এছাড়া ৪ জনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

বাংলাদেশ স্কোয়াড

কর্মকর্তা : মাহবুবুল এহসান রানা (ম্যানেজার), শহিদুল্লাহ টিটু (সহকারী ম্যানেজার), ইয়ং কিউ কিম (প্রধান প্রশিক্ষক) ও মোহাম্মদ আশিকুজ্জামান (সহকারী প্রশিক্ষক)।

খেলোয়াড় : বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, রেজাউল করিম বাবু, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, রোমান সরকার, নাঈম উদ্দিন, আল নাহিয়ান শুভ, ফজলে হোসেন রাব্বি, হুজাইফা হোসেন, রাসেল মাহমুদ জিমি, রকিবুল হাসান, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন ও মিলন হোসেন।

স্ট্যান্ডবাই : শহিদুল ইসলাম সৈকত, আবেদ উদ্দিন, সাইজুদ্দিন ও আবদুল্লাহ।

Rent for add