স্পোর্টস ডেস্ক : ১৩ আগস্ট ২০২৩, রবিবার, ৮:৪৬:২৭
হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১২ আগস্ট) রাতে ভারতের চেন্নাইয়ে শিরোপা লড়াইয়ে তারা ৪-৩ গোলে মালয়েশিয়াকে পরাজিত করে এ কৃতিত্ব অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের প্রথমার্ধে অবশ্য মালয়েশিয়া ৩-১ গোলে এগিয়ে ছিল।
এদিকে তৃতীয়-চতুর্থ স্থান নিধারণী ম্যাচে জাপান ৫-৩ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। প্রথমার্ধে জাপান ৩-২ গোলে এগিয়ে ছিল।
অপরদিকে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তান ৬-১ গোলে চীনকে পরাজিত করে। প্রথমার্ধে পাকিস্তান ৪-০ গোলে এগিয়ে ছিল।
উল্লেখ্য টুর্নামেন্টে এশিয়ার সেরা ৬টি হকি দল এবার প্রতিদ্বন্দ্বিতা করে। দেশগুলো হচ্ছে স্বাগতিক ভারত, পাকিস্তান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।
Rent for add