স্পোর্টস ডেস্ক : ১২ আগস্ট ২০২৩, শনিবার, ৯:৪০:৪৬
হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত ও মালয়েশিয়া। দল দুটি শিরোপা লড়াইয়ে শনিবার (১২ আগস্ট) ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় একে অপরের মোকাবেলা করবে।
এর আগে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে সন্ধ্যা ৬টায় দক্ষিণ কোরিয়া ও জাপান পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
শুক্রবার (১১ আগস্ট) ভারতের চেন্নাইয়ে প্রথম সেমিফাইনালে মালয়েশিয়া ৬-২ গোলে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৪-২ গোলে এগিয়ে ছিল।
এদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভারত ৫-০ গোলে হারিয়েছে জাপানকে। প্রথমার্ধে ভারত ৩-০ গোলে এগিয়ে ছিল।
তবে স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তান ৬-১ গোলে চীনকে পরাজিত করে পঞ্চম হয়েছে। এর ফলে চীন ষষ্ঠ হয়েছে। প্রথমার্ধে পাকিস্তান ৪-০ গোলে এগিয়ে ছিল।
উল্লেখ্য টুর্নামেন্টে এশিয়ার সেরা ৬টি হকি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দেশগুলো হচ্ছে স্বাগতিক ভারত, পাকিস্তান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।
Rent for add