• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে হকি লিগ আয়োজনে তোড়জোর শুরু

ময়মনসিংহে হকি লিগ আয়োজনে তোড়জোর শুরু হয়েছে। ইতোমধ্যে আসন্ন এ লিগকে ঘিরে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে প্রাণ ফিরে এসেছে।দীর্ঘ দিন পর ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা জেলা লিগ আয়োজনের উদ্যোগ নেওয়ায় সবার প্রশংসায় ভাসছে।

ময়মনসিংহ জেলা হকি লিগ উপলক্ষ্যে এরই মধ্যে ক্লাবগুলোর রেজিস্ট্রেশনসহ খেলোয়াড়দের দলবদল শুরু হয়েছে। ফলে খেলোয়াড়-কর্মকর্তাদের মাঝে এক আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে এ পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব, মনামি ক্রীড়া পাঠশালা, সিরাজ মেমোরিয়াল, আল হেলাল, সূর্যমুখী, সিরাজ বয়েজ, মুকুল ভয়েস ও প্রবাতী সেনা অংশ নিচ্ছে।

দলবদল সম্পান্ন হলে খুব শিগগিরই ময়মনসিংহ জেলা হকি লিগ মাঠে গড়াবে। ইতোমধ্যে লিগ মাঠ গড়ানোর লক্ষে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. এহতেশামুল আলম সবধরনের প্রস্তুত্তি নিতে শুরু করেছেন।

 

 

Rent for add