• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের কাছে ৪ গোলে হারলো পাকিস্তান

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুধবার (৯ আগস্ট) ভারতের চেন্নাইয়ে স্বাগতিক ভারত চীর প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে আয়েসি জয় পেয়েছে। এক তরফার লড়াইয়ে তারা ৪-০ গোলে হারিয়েছে পাকিস্তানকে। প্রথমার্ধে ভারত ২-০ গোলে এগিয়ে ছিল।

এদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মালয়েশিয়া ১-০ গোলে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দলের ১-০ গোলের লিড শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।

অপরদিকে জাপানের কাছে ২-১ গোলে হেরেছে চীন। প্রথমার্ধে জাপান ১-০ গোলে এগিয়ে ছিল।

উল্লেখ্য টুর্নামেন্টে এশিয়ার সেরা ৬টি হকি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দেশগুলো হচ্ছে স্বাগতিক ভারত, পাকিস্তান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।

Rent for add