• ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫

জাতীয় হকি দলের নাম ঘোষণা

আসন্ন এশিয়ান গেমস উপলক্ষ্যে বাংলাদেশ হকি ফেডারেশন ৮ আগস্ট ২৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় হকি দলের নাম ঘোষণা করেছে । এর মধ্যে ১৮ জন খেলোয়াড় এবং ৩ জন কর্মকর্তা রয়েছেন। এছাড়া ৪ জনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

এদিকে ৮ আগস্ট হকির ড্র অনুষ্ঠিত হয়েছে। দুটি গ্রুপে ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ ‘এ’ গ্রুপে ২৪ সেপ্টেম্বর জাপান, ২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২ অক্টোবর ভারতের সঙ্গে মোকাবেলা করবে।

বাংলাদেশ স্কোয়াড

কর্মকর্তা : মাহবুবুল এহসান রানা (ম্যানেজার), শহিদুল্লাহ টিটু (সহকারী ম্যানেজার), ইয়ং কিউ কিম (প্রধান প্রশিক্ষক) ও মোহাম্মদ আশিকুজ্জামান (সহকারী প্রশিক্ষক)।

খেলোয়াড় : বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, রেজাউল করিম বাবু, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, রোমান সরকার, নাঈম উদ্দিন, আল নাহিয়ান শুভ, ফজলে হোসেন রাব্বি, হুজাইফা হোসেন, রাসেল মাহমুদ জিমি, রকিবুল হাসান, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন ও মিলন হোসেন।

স্ট্যান্ডবাই : শহিদুল ইসলাম সৈকত, আবেদ উদ্দিন, সাইজুদ্দিন ও আবদুল্লাহ।

 

Rent for add