• ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

চীনের হাংজুতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ১৯তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। আসন্ন এ গেমসকে সামনে রেখে মঙ্গলবার (৮ আগস্ট) হকির ড্র অনুষ্ঠিত হয়েছে।

দুটি গ্রুপে ১২ দল অংশগ্রহণ করবে। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, সিঙ্গাপুর ও উজবেকিস্তান। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, ওমান ,থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া।

দুটি গ্রুপ থেকে দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনাল খেলবে। বাকি দলগুলো স্থান নির্ধারণী ম্যাচে লড়বে। গ্রুপে ভারত, পাকিস্তান এবং জাপান এই তিন দলের পরেই বাংলাদেশের অবস্থান হওয়ার কথা। সেই হিসেবে গ্রুপে চতুর্থ হলে সপ্তম স্থানের জন্যই লড়তে হবে বাংলাদেশকে। এর আগের আসরে বাংলাদেশ ষষ্ঠ হয়েছিল।

বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২৪ সেপ্টেম্বর জাপানের সঙ্গে মোকাবেলা করবে। এরপর ২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে।

গ্রুপে তৃতীয় বা চতুর্থ হলে পঞ্চম অথবা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে ৫ অক্টোবর। ৬ অক্টোবর হকির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Rent for add