নিজস্ব প্রতিবেদক : ৪ আগস্ট ২০২৩, শুক্রবার, ৮:৪৮:৪৫
এ বছর তিন ক্যাটাগরিতে হকি অঙ্গনের ৩ জন শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন। আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ হকির কিংবদন্তি আবদুস সাদেক, হকির তৃণমূল নিয়ে কাজ করা ফজলুর রহমান (ফজলু ওস্তাদ) ও উদীয়মান খেলোয়াড় হিসেবে হকির আমিরুল ইসলাম।
আগামীকাল (৫ আগস্ট) শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি গতকাল (৩ আগস্ট) বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩ প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। ২০২৩ এর জন্য ৮টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে।
শেখ কামাল পুরস্কার বিজয়ীরা:
১. আজীবন সম্মাননা: আবদুস সাদেক
২. খেলোয়াড়/ক্রীড়াবিদ: সাবিনা খাতুন, তাসকিন আহমেদ ও জিয়ারুল ইসলাম
৩. উদীয়মান খেলোয়াড়/ক্রীড়াবিদ: মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলাম
৪. ক্রীড়া সংগঠক: মালা রানী সরকার ও ফজলুল ইসলাম
৫. ক্রীড়া অ্যাসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা: বাংলাদেশ আর্চারি ফেডারেশন
৬. ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)
৭. ক্রীড়া সাংবাদিক: খন্দকার তারেক মো. নুরুল্লাহ
৮. ক্রীড়া ধারাভাষ্যকার: আতহার আলী খান
Rent for add