• ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

কোরিয়া, মালয়েশিয়া ও ভারতের জয় দিয়ে শুরু

ভারতের চেন্নাইয়ে বৃহস্পতিবার (৩ আগস্ট) থেকে হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে। টুর্নামেন্টে এশিয়ার সেরা ৬টি হকি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দেশগুলো হচ্ছে স্বাগতিক ভারত, পাকিস্তান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।

উদ্বোধনী তিনটি দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও স্বাগতিক ভারত সহজ জয় পেয়েছে।

দিনের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে জাপানকে পরাজিত করে। প্রথমার্ধে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল।

দিনের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া ৩-১ গোলে হারিয়েছে পাকিস্তানকে। প্রথমার্ধে মালয়েশিয়া ২-০ গোলে এগিয়ে ছিল।

দিনের তৃতীয় তথা শেষ ম্যাচে স্বাগতিক ভারত ৭-২ গোলে চীনকে গোলের বন্যায় ভাসিয়েছে। প্রথমার্ধে ভারত ৬-২ গোলে এগিয়ে ছিল।

উল্লেখ্য এশিয়ান হকি ফেডারেশন ২০১১ সাল থেকে এ টুর্নামেন্ট আয়োজন করছে। এটি এশিয়ার সেরা হকি টুর্নামেন্ট হিসেবে বিশ্বব্যাপী বিবেচিত হয়ে আসছে। সবশেষ ২০২১ সালে এ টুর্নামেন্ট রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

 

Rent for add