নিজস্ব প্রতিবেদক : ২৮ জুলাই ২০২৩, শুক্রবার, ১৯:১০:৩৯
শহীদ এ এইচ এম কামারুজ্জামান স্মৃতি প্রথম বিভাগ হকি লিগে বৈকালী সংঘ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তবে রানার্সআপ হয়েছে সিপাই পাড়া স্পোর্টিং ক্লাব।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে লিগের খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
লিগে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ‘ক’ গ্রুপে হিরোজ স্পোর্টিং ক্লাব, জাগ্রত সংঘ, যষ্টিতলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ, কাজিহাটা স্পোর্টিং ক্লাব, প্রাথমিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র ও ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব এবং ‘খ’ গ্রুপে বৈকালী সংঘ, নর্থ বেঙ্গল স্পোর্টিং ক্লাব, সিপাইপাড়া স্পোর্টিং ক্লাব, উপশহর স্পোর্টিং ক্লাব, কসমস স্পোর্টিং ক্লাব ও রবিউদ্দিন স্মৃতি সংঘ প্রতিদ্বন্দ্বিতা করে।
দলগুলো লিগের শুরুতে গ্রুপ পর্বে একে অপরের সঙ্গে মোকাবেলা করে। এরপর উভয় গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল সুপার লিগ উঠে আসে। গ্রুপ পর্ব ও সুপার লিগের খেলাগুলো রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাজশাহী জেলা হকি সমিতি শহীদ এ এইচ এম কামারুজ্জামান স্মৃতি প্রথম বিভাগ হকি লিগের আয়োজন করে।
Rent for add