নিজস্ব প্রতিবেদক : ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার, ২৩:৩৩:৫০
বাংলাদেশী প্রথম আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন সেলিম লাকী। এবার এশিয়ার গণ্ডি পেরিয়ে তিনি ইউরোপেও ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন। এরই মধ্যে সেলিম লাকী জার্মানির একটি হকি টুর্নামেন্টে আম্পায়ারিং করার আমন্ত্রণ পেয়েছেন।
আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) স্পোর্টস ডিরেক্টর জন ওয়েট স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তীতে সেই চিঠি বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) ও এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কাছেও পাঠানো হয়।
চিঠিতে এফআইএইচ বলছে, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এফআইএইচ কমিটি আনুষ্ঠানিকভাবে আপনাকে আউটডোর হকি আম্পায়ারদের আন্তর্জাতিক এলিট প্যানেলে অন্তর্ভূক্ত করেছে। এই পদোন্নতির জন্য অভিনন্দন এবং আন্তর্জাতিক হকিতেও আপনার সফল ক্যারিয়ার কামনা করছি।
সেলিম লাকী এলিট প্যানেলের আম্পায়ার হওয়ায় ভবিষৎতে বিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো যেকোনো আন্তর্জাতিক হকি ম্যাচ পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।
উল্লেখ্য আগামী ১৮-২৩ আগস্ট জার্মানির ডুসেলডর্ফে অনূর্ধ্ব-২১ চার জাতির টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে স্পেন, ইংল্যান্ড, ভারত ও স্বাগতিক জার্মানি অংশগ্রহণ করবে। সেখানে সেলিম লাকীকে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন।
Rent for add