নিজস্ব প্রতিবেদক : ১৬ জুলাই ২০২৩, রবিবার, ০:০৭:৫৭
গত বছর ঘরোয়া হকির ইতিহাসে প্রথমবারের মতো মাঠে গড়ানো ফ্রাঞ্চাইজি লিগ বেশ সাড়া জাগিয়েছিল। দেশ-বিদেশের তারকা খেলোয়াড়দের নিয়ে ছয়টি দলের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছিল হকি অঙ্গন। আবারো সাড়া জাগানিয়া ফ্রাঞ্চাইজি লিগ দুয়ারে কড়া নাড়ছে।
বছর ঘুরতেই ফ্রাঞ্চাইজি লিগের আরেকটি আসর দুয়ারে কড়া নাড়তে শুরু করলেও প্রথম আসরে খেলা অনেক খেলোয়াড়রা এখনো বিভিন্ন ক্লাবের কাছে বকেয়া পাওনা পাবেন। প্রায় আট মাস হতে চললো এখনো তারা সংশ্লিষ্ট ক্লাবগুলোর কাছ থেকে বকেয়া পাওনা পাননি।
গত ১১ জুলাই বাংলাদেশ হকি ফেডারেশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভাতে ফ্রাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের সম্মানী আদায়ের বিষয়টি আলোচনায় আসে। এর ফলে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শুধু তাই নয়, দ্রুত সময়ের মধ্যে বকেয়া পাওনা সুরাহা করার জন্য বলা হয়েছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান হকি ফেডারেশনের সহসভাপতি আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, আমাদের সভাপতি মহোদয় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান এই বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন। তার নির্দেশে আমরা ফেডারেশনের পক্ষ থেকে ফ্রাঞ্চাইজি স্বত্ত্বাধিকারী ও স্পন্সরের সঙ্গে আলোচনা করবো। যদিও ফ্রাঞ্চাইজি লিগ ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত ছিল না। তারপরও খেলোয়াড়দের স্বার্থ বিবেচনায় আমরা এর সুষ্ঠু সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুতই এর সুরাহা হবে।
উল্লেখ্য হকি ফেডারেশনের সভার সিদ্বান্ত অনুযায়ী প্রিমিয়ার ডিভিশন হকি লিগের দলবদল আগামী আগস্ট-সেপ্টেম্বরে এবং অক্টোবরে নারী হকি লিগ আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন। পরবর্তীতে ফ্রাঞ্চাইজি লিগ করার চিন্তা-ভাবনা রয়েছে । লিগ গড়ানোর আগেই কর্মকর্তারা চাচ্ছেন ফ্রাঞ্চাইজি লিগের খেলোয়াড়দের বকেয়া পাওনা পৌঁছে দিতে। এখন দেখার বিষয় খেলোয়াড়রা সহসাই ফ্রাঞ্চাইজি লিগের বকেয়া পাওনা পান কিনা!
Rent for add