নিজস্ব প্রতিবেদক : ১৫ জুলাই ২০২৩, শনিবার, ২:৫০:০০
বাংলাদেশ হকি ফেডারেশন খুব শিগগিরই নারী হকি লিগের প্রচলন শুরু করতে যাচ্ছে। গত ১১ জুলাই বাংলাদেশ হকি ফেডারেশনের নব-নির্বাচিত কমিটির প্রথম সভায় এই সিদ্বান্ত নেওয়া হয়েছে।
এক প্রশ্নে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, সাধারণ সম্পাদকের প্রথম মেয়াদকালে আমি নারী হকির প্রচলন শুরু করেছিলাম। সেসময় বেশকিছু টুর্নামেন্টও করেছি। এমন কি সিঙ্গাপুরে আন্তর্জাতিক নারী হকি টুর্নামেন্টে দল পাঠিয়েছি। এবার আমার দ্বিতীয় মেয়াদকালে নারী হকি লিগ মাঠে গড়াতে চাচ্ছি। যা কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্বান্ত নেওয়া হয়েছে।
তবে এই নারী হকি লিগে কয়টি দল অংশ নেবে কিংবা কোন ফরম্যাটে অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু আগামী অক্টোবরেই নারী হকি লিগ মাঠে গড়াতে কর্মকর্তারা ইতোমধ্যে তোড়জোর শুরু করেছেন।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান হকি ফেডারেশনের সহসভাপতি আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, নারী হকি লিগ শুরু করার লক্ষ্যে কিছু দিনের মধ্যেই আমরা ক্লাবগুলোর কাছে চিঠি পাঠানো শুরু করবো। শুধু তাই নয়, অংশগ্রহণকারী ক্লাবগুলোকে নারী হকি দল গঠনেও ফেডারেশন থেকে সহায়তা করার চেষ্টা করা হবে।
প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শীর্ষ ক্লাবগুলোকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ হকি ফেডারেশন প্রথমবারের মতো নারী লিগ মাঠে গড়াতে চাইছে। ফলে ঐতিহ্যবাহী আবাহনী ও মোহামেডানকে নারী হকি লিগে দল গঠনে আমন্ত্রণ জানানো হবে।
Rent for add