মোরসালিন আহমেদ : ৪ জুলাই ২০২৩, মঙ্গলবার, ২২:৫৩:১১
নিয়মিত অনুশীলন আর প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে অন্য উচ্চতায় নিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন উদীয়মান এক গোলরক্ষক ইয়াসিন আরাফাত হিমেল। হকি আঙিনায় হিমেল নামে পরিচিত পঁচিশ ছুঁই ছুঁই এ তরুণ ইতোমধ্যে দু’ দু’বার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও জায়গা পাননি। তবুও অপেক্ষার প্রহর গুণছেন নিশ্চয়ই একদিন জাতীয় দলে খেলবেন। তাই তো প্রতিনিয়ত সেই স্বপ্ন পূরণে নিজেকে আরো প্রস্তুত করে তুলছেন।
গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিমেল ইতোমধ্যে অনূর্ধ্ব-১৮ জাতীয় দলে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। শুধু তাই নয়, ২০১৮ সালে এশিয়া কাপ বয়সভিত্তিক ওই টুর্নামেন্টে দলের রানার্সআপ হওয়ার পেছনে তাঁর একটা বিশাল ভূমিকা ছিল। এরপর অনূর্ধ্ব-২১ জাতীয় দলের ক্যাম্পেও ছিলেন। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সময়কালে তাঁর নির্দিষ্ট বয়সসীমা পেরিয়ে যাওয়ায় সেই দলেও খেলা হয়ে উঠেনি। এ প্রসঙ্গে হিমেল বলেন, যে সময়ে আমার এগিয়ে যাবার কথা ছিল, ঠিক সেসময়ে বৈশ্বিক করোনাভাইরাস আমার দুই থেকে আড়াই বছর কেড়ে নিয়েছে। যা খেলোয়াড়ী জীবনে ভীষণ প্রভাব ফেলেছে।
কিশোরগঞ্জের ছেলে হিমেলের উত্থান জেলার প্রসিদ্ধ বিদ্যাপীঠ ‘আরজত আতরজান উচ্চ বিদ্যালয়’ থেকে। স্কুল শিক্ষক এমএ আবদুল্লাহ ও স্থানীয় কোচ নুরুজ্জামান রিপেল এর অনুপ্রেরণায় তিনি হকির সঙ্গে সখ্য গড়ে তোলেন। এরপর ২০১০ সালে ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান’ অর্থাৎ বিকেএসপিতে ভর্তি হওয়ার পর খেলোয়াড়ী জীবনে পূর্ণতা পেতে শুরু করেন। এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন কোচ আলমগীর হোসেন। এসময় প্রতিষ্ঠানটির হয়ে ‘স্কুল ও বয়সভিত্তিক’ টুর্নামেন্টে অসংখ্য শিরোপা জয় করেন।
হকির সঙ্গে এক যুগ পেরিয়ে আসা দেশের এ উদীয়মান তারকা গোলরক্ষক বর্তমানে ‘বাংলাদেশ সেনাবাহিনী’ সাভারে কর্মরত রয়েছেন। চাকুরির সুবাদে তিনি বাংলাদেশ সেনাবাহিনী হকি দলের একজন চৌকস খেলোয়াড়। সেখানে কোচ জামাল হোসেন খান এর কাছে হকির কলাকৌশলগুলো আরো নিখুঁতভাবে রপ্ত করছেন।
হিমেল ঢাকাই লিগে শুরুতে প্রথম বিভাগে শিশু-কিশোর সংঘ এবং পরবর্তী সময়ে প্রিমিয়ার ডিভিশনে আজাদ স্পোর্টিং ক্লাব এবং সবশেষ ওয়ারী ক্লাবের অধিনায়ক হয়ে খেলেছেন। তবে ঘরোয়া হকির ইতিহাসে সাড়া জাগানিয়া ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন সাইফ পাওয়ার খুলনা’র হয়ে। হিমেল বলেন, ফ্রাঞ্চাইজি লিগ ভীষণ এনজয় করেছি। এ লিগে প্রতিটি দলে বিশ্বমানের বিদেশী তারকা খেলোয়াড় ছিলেন। তাদের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি। একত্রে অনুশীলন করেছি। লিগে খেলেছি। হকির অনেক টিপস নিয়েছি।
এক প্রশ্নে তিনি বলেন, আমাদের মতো খেলোয়াড়দের তাদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। এদিকে নিজের ক্যারিয়ার সেরা ম্যাচ প্রসঙ্গে হিমেল বলেন, ২০১৮ সালে ঢাকায় এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি টুর্নামেন্টে আমরা শক্তিশালী ভারতকে হারিয়েছি। ওই ম্যাচে আমি পুরোসময়ই খেলেছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই ম্যাচে ৫-৪ গোলে জিতেছিলাম।
এক পলকে দেখা…….
নাম : ইয়াসিন আরাফাত
ডাক নাম : হিমেল
মাতা : সাফিয়া খাতুন
বাবা : আবদুর রহিম
ভাই-বোন : ১ বোন (আমি বড়)
জন্ম তারিখ : ২১.০৬.১৯৯৮
জন্মস্থান : কিশোরগঞ্জ
উচ্চতা : ৫ ফুট ৮ ইঞ্চি
ওজন : ৭১ কেজি
পরিচিতি : হকি খেলোয়াড়
খেলার পজিশন : গোলরক্ষক
খেলা শুরু : ২০১০ সালে, বিকেএসপি
হকি লিগে : ১০১২ সাল থেকে
জাতীয় পর্যায় : ১০১৪ সাল থেকে
আন্তর্জাতিক পর্যায় : ২০১৮ সাল থেকে
প্রথম ক্লাব : আজাদ স্পোর্টিং ক্লাব
বর্তমান দল : বাংলাদেশ সেনাবাহিনী
ফ্রাঞ্চাইজি লিগে : সাইফ পাওয়ার খুলনা
প্রিয় খেলোয়াড় দেশে : রেজাউল করিম বাবু
প্রিয় কোচ : মামুন উর রশীদ, জামাল হোসেন খান ও আলমগীর হোসেন
খেলায় যাকে অনুসরণ করেন : অসীম গোপ, বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্পন
ভবিষ্যৎ লক্ষ্য : দেশসেরা গোলরক্ষক হওয়া
আদর্শ : বাবা-মা
প্রিয় খাবার : বিরিয়ানী
প্রিয় শখ : সেলফি
প্রিয় রঙ : কালো
যাদের বিপক্ষে খেলেছেন : ভারত, পাকিস্তান, ওমান, চাইনিজ তাইপে ও শ্রীলঙ্কা
জাতীয় পর্যায় সাফল্য : বিভিন্ন দলের হয়ে বাংলাদেশ গেমস, যুব গেমস, বিজয় দিবস চ্যাম্পিয়ন
আন্তর্জাতিক সাফল্য : ২০১৮ সালে এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি টুর্নামেন্টে রানার্সআপ।
সৌজন্যে : পাক্ষিক ক্রীড়াজগত
১ জুলাই ২০২৩
Rent for add