• ঢাকা, বুধবার, ১৮ জুন ২০২৫

মক্কা থেকে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা

এশিয়ান হকি ফেডারেশনের অন্যতম সহসভাপতি ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট রাজনীতিবিদ দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ সৌদি আরবের পবিত্র মক্কা নগরী থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে বুধবার (২৮ জুন) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সবার জীবন। ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আর অনাবিল আনন্দ। মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবে আমি দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।

দেশবাসীর উদ্দেশে আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ শুভেচ্ছা বার্তায় আরো বলেন, ‘আজহা’ অর্থ কুরবানি বা উৎসর্গ করা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কুরবানি করতে উদ্যত হয়ে হযরত ইবরাহীম (আঃ) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয়। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। আমরা সবাই পরবর্তী সকালের (২৯ জুন) বর্ণময় ঈদের জন্য অপেক্ষা করছি।

উল্লেখ্য বর্তমানে আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ পবিত্র হ্জ্জ্ব পালন উপলক্ষে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন।

 

 

Rent for add