• ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

রশিদ-সাঈদকে হকি এশিয়ার অভিনন্দন

বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে সহসভাপতি পদে আব্দুর রশিদ সিকদার ও সাধারণ সম্পাদক পদে এ কে এম মমিনুল হক সাঈদ এবং তাদের নেতৃত্বাধীন ‘রশিদ-সাঈদ-ফোরাম ঐক্যমত পরিষদ’ পূর্ণ প্যানেলে জয় লাভ করায় এশিয়ান হকি ফেডারেশন অভিনন্দন জানিয়েছে। বুধবার রাতে এশিয়ান হকির সর্বোচ্চ এই সংস্থার এক অভিনন্দন বার্তায় বলা হয়, আপনাদের অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের হকিতে নতুনমাত্রা যোগ করেছে এবং খেলাটির উন্নতিকল্পে অগ্রণী ভূমিকা পালন করবে।

এদিকে আন্তর্জাতিক হকি ফেডারেশনও অনুরূপ এক অভিনন্দন বার্তা পাঠিয়েছে। অভিনন্দন বার্তায় বলা হয়, হকি উন্নয়নে পরীক্ষিত দুই বরেণ্য সংগঠকের বিজয় বাংলাদেশের হকিকে এগিয়ে নিতে সহায়তা করবে এবং সামনের দিনগুলোতে এশিয়ান হকি ফেডারেশন ও আন্তর্জাতিক হকি ফেডারেশনের সহযোগিতার বন্ধন আরো গভীর ও সুসংহত করবে। আন্তর্জাতিক হকি ফেডারেশন ও এশিয়ান হকি ফেডারেশন ছাড়াও বিভিন্ন দেশের হকি ফেডারেশন অভিনন্দন জানিয়েছে।

বর্তমানে এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি পদে এ কে এম মমিনুল হক সাঈদ ও কার্যনির্বাহী সদস্য পদে আব্দুর রশিদ সিকদার দায়িত্ব পালন করছেন। ধারণা করা হচ্ছে অভিজ্ঞ এই দুই সংগঠকের সঙ্গে আন্তর্জাতিক হকি ফেডারেশন ও এশিয়ান হকি ফেডারেশনের চমৎকার সর্ম্পক বাংলাদেশের হকির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ হকি ফেডারেশনের ২৮ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদে রয়েছেন দেশবরেণ্য ক্রীড়া সংগঠক উষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, তরুণ প্রজন্মের অহংকার ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাবের এ কে এম মমিনুল হক সাঈদ, সাবেক জাতীয় তারকা খেলোয়াড় মাহবুবুল এহসান রানা, আরিফুল হক প্রিন্স, মাহবুব হারুন, শহিদুল্লাহ টিটু, টুটুল কুমার নাগ, বিভিন্ন ক্লাব, বিভাগ ও জেলার অন্তপ্রাণ সংগঠকরা।

এদিকে দেশের প্রখ্যাত হকি সংগঠক মাহমুদুর রহমান মোমিন, প্রতাপ শংকর হাজরা, শামসুল বারী ও মির্জা ফরিদ প্রমুখদের সহচর্চায় বেড়ে উঠা জাহিদুর রহমান পুশকিন ও আব্দুর রশিদ সিকদার ছিলেন তাদেরই পরবর্তী উত্তরসূরী। কিন্তু জাহিদুর রহমান পুশকিন এখন না ফেরার দেশে। ফলে অভিজ্ঞ ও পরীক্ষিত সংগঠক আব্দুর রশিদ সিকদার এবং তরুণ সংগঠক এ কে এম মমিনুল হক সাঈদই এখন হকির কান্ডারি। ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত অজ্ঞিতমহল মনে করেন এ দুই সংগঠক আগামীদিনের হকিকে কাঙ্খিত গন্তব্যে পৌঁছে দিতে অবদান রাখবেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচিত কমিটি

সহ-সভাপতি : ৫ জন
০১. আব্দুর রশিদ সিকদার (উষা ক্রীড়া চক্র)
০২. জাকি আহমেদ রিপন (আবাহনী লিমিটেড)
০৩. এম এ রাজ্জাক খান (মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড)
০৪. কাজী সাইফুল ইসলাম
০৫. মোহাম্মদ ইউসুফ (জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ)

সাধারণ সম্পাদক : ০১ জন
এ কে এম মমিনুল হক সাঈদ

যুগ্মসম্পাদক : ০২ জন
০১. মাহবুবুল এহসান রানা (আবাহনী লিমিটেড)
০২. আরিফুল হক প্রিন্স (মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড)

কোষাধ্যক্ষ : ০১ জন
সৈয়দ মাহমুদুল হক (তেজগাঁও অগ্রগামী ক্লাব)

কার্যনির্বাহী সদস্য : ১৯ জন
০১. মোহাম্মদ ইউসুফ আলী (ঢাকা হকি ক্লাব)
০২. মনোয়ার হোসেন (মেরিনার ইয়াংস ক্লাব)
০৩. সাফায়াত হোসেন ডালিম (বাংলাদেশ হকি আম্পায়ার্স বোর্ড)
০৪. হাজী মোহাম্মদ হুমায়ূন (ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব)
০৫. মাহবুব হারুন (ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাব)
০৬. মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু (দিনাজপুর)
০৭. তারিকুজ্জামান নান্নু (ঢাকা)
০৮. খাজা তাহের লতিফ মুন্না (ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব)
০৯. মাহবুব মোরশেদ আলম লেবু (জয়পুরহাট)
১০. টুটুল কুমার নাগ (শরীয়তপুর)
১১. শহিদুল্লাহ টিটু (মাদারীপুর)
১২. আহমেদ আসিফুল হাসান (রায়েরবাজার স্পোর্টিং ক্লাব)
১৩. এসএম নাজিম রেজা (দিলকুশা স্পোর্টিং ক্লাব)
১৪. শেখ মো. আলমগীর (মুক্তবিহঙ্গ তরুণ সংঘ)
১৫. মো. আউয়াল হোসেন (বাংলাদেশ স্পোর্টিং ক্লাব)
১৬. কামরুজ্জামান চৌধুরী তুহিন (রংপুর)
১৭. রাজু আহমেদ (নারায়ণগঞ্জ)
১৮. দিলিপ চক্রবর্তী (নড়াইল)
১৯. তৌফিকুর রহমান রতন (রাজশাহী)

Rent for add