নিজস্ব প্রতিবেদক : ২১ জুন ২০২৩, বুধবার, ৬:২২:১৮
১৯তম এশিয়ান গেমস সামনে রেখে জাতীয় হকি দলের প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলেছে। বর্তমানে সকাল-বিকেল দু’ বেলা মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা কঠোর অনুশীলন ব্যস্ত সময় পার করছেন।
এ মুহূর্তে জাতীয় দলের কোরীয় কোচ আসার আগ পর্যন্ত দলের অনুশীলন করাচ্ছেন তিন স্থানীয় কোচ রাসেল খান বাপ্পী, শহিদুল্লাহ টিটু ও আশিকুজ্জামান। জানা গেছে ঈদের পরপরই কোরীয় কোচের জিমি-আশরাফুলদের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও জাতীয় দলের কোচ শহিদুল্লাহ টিটু হকিবাংলাদেশ.কম-কে বলেন, এ মুহূর্তে আমরা ফিটনেসের উপরই বেশি জোর দিচ্ছি। কেননা খেলোয়াড়রা কে কেমন ফিটনেসে আছেন সেটা জানি না। তাই পরখ করে দেখছি। এক প্রশ্নে তিনি বলেন, ক্যাম্প শুরু থেকে ঈদের ছুটির আগ পর্যন্ত খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করবো। এরপর ঈদের পর কোরীয় কোচ চলে এলেই পুরোদমে প্রশিক্ষণ শুরু হবে।
এদিকে বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্মসম্পাদক ও জাতীয় হকি দলের ম্যানেজার মাহবুবুল এহসান রানা হকিবাংলাদেশ.কম-কে মুঠোফোনে বলেন, গত ১৫ জুন থেকে আবাসিক ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের নিয়ে এশিয়াডের প্রস্তুতি শুরু হয়েছে। খেলোয়াড়রা বর্তমানে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের হোস্টেলে অবস্থান করছেন। এক প্রশ্নে তিনি বলেন, ২৬ জুন পর্যন্ত ক্যাম্প চলবে। এরপর ঈদের ছুটি কাটিয়ে খেলোয়াড়রা ২ জুলাই ক্যাম্পে ফিরবেন।
উল্লেখ্য আগামী সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস সামনে ১৩ জুন ৪০ সদস্যের প্রাথমিক দলের নাম ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন। এর মধ্যে ক্যাম্পে ডাক পাওয়া ৩৬ খেলোয়াড় আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন। ফেডারেশন সূত্রে জানা যায়, ইনজুরির কারণে রামিম হোসেন ও আজিজার রহমান এবং ওবায়দুল হোসেন জয় ও তাসিন আলী বাংলাদেশ বিমানবাহিনীর হকি ক্যাম্পে রয়েছেন বলে ক্যাম্পে যোগ দিতে পারেননি। তবে শিগগিরই তারা ক্যাম্পে যোগ দেবেন।
ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন : বিপ্লব কুজুর, অসীম গোপ, আবু সাঈদ নিপ্পন, নুরুজ্জামান নয়ন, সাইজ উদ্দিন, ফরহাদ আহমেদ সিটুল, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, হুজাইফা হোসেন, রামিম হোসেন, শহিদুল ইসলাম সৈকত, আমিরুল ইসলাম, মেহরাব হাসান শামীন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, আবেদ উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, আজিজার রহমান, রাহিদ হোসেন জীবন, তৈয়ব আলী, আল নাহিয়ান শুভ, সারোয়ার হোসেন, পুষ্কর খিশা মিমো, দ্বীন ইসলাম ইমন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, আরশাদ হোসেন, রাসেল মাহমুদ জিমি, ওবায়দুল হোসেন জয়, তাসিন আলী, মো. আব্দুল্লাহ, মিলন হোসেন, আমান শরীফ, উক্ক্যহীন রাখাইন, শফিউল আলম শিশির ও রকিবুল হাসান ।
Rent for add