• ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫

১৫ জুন থেকে এশিয়াডের প্রস্তুতি শুরু

এশিয়ান গেমস সামনে রেখে আগামী ১৫ জুন থেকে জাতীয় হকি দলের প্রস্তুতি মাঠে গড়াচ্ছে। এ উপলক্ষে আজ ১৩ জুন বাংলাদেশ হকি ফেডারেশন ৪০ সদস্য বিশিষ্ট প্রাথমিক দলের নাম ঘোষণা করেছে । ডাক পাওয়া খেলোয়াড়দের মাওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে ১৫ জুন বিকেলে ম্যানেজার মাহবুবুল এহসান রানার কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

আগামী সেপ্টেম্বরে চীনের হ্যাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে ভাল করার প্রত্যয়ে জাতীয় হকি দলের জন্য ফেডারেশন একজন কোরিয়ান কোচ নিয়োগ দিয়েছে। ৫ জুলাই তার ঢাকায় এসে জিমি-আশরাফুলদের দায়িত্ব নেওয়ার কথা।

তবে কোরীয় কোচ আসার আগ পর্যন্ত জাতীয় দলের অনুশীলন করাবেন তিন স্থানীয় কোচ রাসেল খান বাপ্পী, শহিদুল্লাহ টিটু ও আশিকুজ্জামান।

ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন : বিপ্লব কুজুর, অসীম গোপ, আবু সাঈদ নিপ্পন, নুরুজ্জামান নয়ন, সাইজ উদ্দিন, ফরহাদ আহমেদ সিটুল, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, হুজাইফা হোসেন, রামিম হোসেন, শহিদুল ইসলাম সৈকত, আমিরুল ইসলাম, মেহরাব হাসান শামীন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, আবেদ উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, আজিজার রহমান, রাহিদ হোসেন জীবন, তৈয়ব আলী, আল নাহিয়ান শুভ, সারোয়ার হোসেন, পুষ্কর খিশা মিমো, দ্বীন ইসলাম ইমন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, আরশাদ হোসেন, রাসেল মাহমুদ জিমি, ওবায়দুল হোসেন জয়, তাসিন আলী, মো. আব্দুল্লাহ, মিলন হোসেন, আমান শরীফ, উক্ক্যহীন রাখাইন, শফিউল আলম শিশির ও রকিবুল হাসান ।

Rent for add