• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

সবাইকে সঙ্গে নিয়েই কাজ করব : রশিদ সিকদার

এশিয়ান হকি ফেডারেশন ও বাংলাদেশ হকি ফেডারেশনে দীর্ঘ দিন ধরে হকি উন্নয়নে কাজ করে চলেছেন দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আব্দুর রশিদ সিকদার। হকি ফেডারেশনের নির্বাচনে উষা ক্রীড়া চক্রের কাউন্সিলর হয়ে এবারো তিনি সহসভাপতি পদে নির্বাচন করছেন।

আজ (১১ জুন) রোববার মনোনয়নপত্র দাখিলের দিনে ২৮ পদের জন্য ২৮টি মনোনয়নপত্র জমা পড়ায় ভোটাভুটির সুযোগ থাকছে না। ফলে আব্দুর রশিদ সিকদারসহ ঐক্যমতের প্যানেলের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

মনোনয়নপত্র দাখিল করার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আব্দুর রশিদ সিকদার। তিনি বলেন, হকি ফেডারেশনে মোট ৮৬ জন কাউন্সিলর রয়েছেন। কিন্তু কমিটি হচ্ছে ২৮ জনের। ফলে সবাইকে কমিটিতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে আমরা সবাইকে সঙ্গে নিয়েই কাজ করব।

এক প্রশ্নে আব্দুর রশিদ সিকদার বলেন, অনেকদিন পর হকিতে একটি ঐক্যমত্যের প্যানেল এসেছে। যেখানে ক্লাব-ফোরাম সবাই মিলে একটি চমৎকার সম্মিলিত কমিটি দিতে পেরেছি। আমরা যারা কমিটিতে আছি এবং যারা কাউন্সিলর রয়েছেন ও হকির সঙ্গে সংশ্লিষ্ট আছেন তাদের সবার সহযোগিতা নিয়েই আগামীদিনে হকিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব।

Rent for add