• ঢাকা, বুধবার, ১৮ জুন ২০২৫

হকি নির্বাচনে ফোরামের ১০ প্রতিনিধি

বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন সামনে রেখে রশিদ-সাঈদ-ফোরাম ঐক্যমত পরিষদ এখন প্যানেল সাজাতে ব্যস্ত সময় পার করছেন। ফেডারেশনের ২৮টি পদের মধ্যে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদখ্যাত ফোরাম পাচ্ছে একটি সহসভাপতি পদ এবং ৯টি কার্যনিবার্হী সদস্য। অন্যদিকে ঢাকাই লিগের শীর্ষ ক্লাবগুলো ঐক্যমতের প্যানেল থেকে পাচ্ছে ৪টি সহসভাপতি, সাধারণ সম্পাদক, ২টি যুগ্মসম্পাদক ও কোষাধ্যক্ষ পদ সহ ১০ জন কার্যনির্বাহী সদস্য।

আগামী ১৯ জুন ফেডারেশনের নির্বাচন উপলক্ষে আগামীকাল (১১ জুন) রোববার মনোনয়নপত্র দাখিলের দিন। মনোনয়নপত্র দাখিলকে সামনে রেখে ফোরাম ইতোমধ্যে তাদের ১০ জন প্রতিনিধির নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছে। কিন্তু রশিদ-সাঈদের নেতৃত্বধীন ঢাকাই লিগের শীর্ষ ক্লাবগুলো প্রার্থী নির্বাচনে সময় নিয়ে প্যানেল সাজাচ্ছেন।

এদিকে আজ (১০ জুন) শনিবার সন্ধ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ফোরাম নেতা হকিবাংলাদেশ.কম-কে বলেন, হকির আসন্ন নির্বাচন উপলক্ষে আমরা আমাদের ১০ জন প্রতিনিধির নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছি। বর্তমান কমিটির যুগ্মসম্পাদক চট্টগ্রামের মোহাম্মদ ইউসুফকে সহসভাপতির জন্য মনোনীত করেছি। অপর এক প্রশ্নে বলেন, আমরা খুব ভেবে-চিন্তে সদস্য পদের জন্য প্রতিনিধি বাছাই করেছি। যারা হকির সঙ্গে সম্পৃক্ত ও জেলার হকি উন্নয়নে কাজ করছেন এমন ৯ জনকেই বেছে নিয়েছি। তারা হলেন- দিনাজপুরের মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, রংপুরের কামরুজ্জামান চৌধুরী তুহিন, রাজশাহীর তৌফিকুর রহমান রতন, জয়পুরহাটের মাহবুব মোরশেদুল আলম লেবু, ঢাকার মোহাম্মদ তারেকুজ্জামান নান্নু্, নারায়ণগঞ্জের রাজু আহমেদ, শরীয়তপুরের টুটুল কুমার নাগ ও মাদারীপুরের শহিদ উল্লাহ টিটু এবং নড়াইলের দিলিপ চক্রবর্তী।

তবে রশিদ-সাঈদের নেতৃত্বাধীন ঢাকাই লিগের শীর্ষ ক্লাবগুলোর ঐক্যমতের প্যানেল (এ রিপোর্ট লেখাকালীন) এখনো চূড়ান্ত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রভাবশালী ক্লাব কর্মকর্তা বলেন, আশা করছি রাতের মধ্যেই আমরা আমাদের প্যানেল তৈরি করে ফেলবো এবং সকালে নির্বাচন কমিশনে গিয়ে ঐক্যমতের প্যানেলের সবাই একত্রে মনোনয়নপত্র জমা দেব।

যদিও একাধিক সূত্র জানিয়েছে ৪টি সহসভাপতি পদের মধ্যে উষা ক্রীড়া চক্রের আব্দুর রশিদ সিকদার ও আবাহনী লিমিটেডের জাকি আহমেদ রিপনের নাম কনফার্ম হলেও অপর দুই সহসভাপতি কে হবেন এ নিয়ে আলোচনা চলছে। তবে সাধারণ সম্পাদক পদে এ কে এম মমিনুল হক সাঈদ এবং দুই যুগ্মসম্পাদক পদে এনএসসির কাউন্সিলর মাহবুবুল এহসান রানা ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের আরিফুল হক প্রিন্স নিশ্চিত হয়েছেন। কিন্তু কোষাধ্যক্ষ পদে বর্তমান কমিটির হাজী মোহাম্মদ হুমায়ুন নাকি কোনো নতুন কোনো মুখ আসবে এ নিয়ে আলোচনা চলছে। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে হকির পরীক্ষিত সংগঠকরাই আসছেন বলে শোনা যাচ্ছে।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে আগামীকাল রোববার যদি আসন্ন নির্বাচনে হকি ফেডারেশনের ২৮টি পদের বিপরীতে কোনো মনোনয়নপত্র জমা না পড়ে তাহলে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্রগুলো যদি বৈধ্য হয় তাহলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। তবে নির্দিষ্ট ২৮টি পদের অধিক মনোনয়নপত্র জমা পড়লে সেক্ষেত্রে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

 

 

Rent for add