নিজস্ব প্রতিবেদক : ৯ জুন ২০২৩, শুক্রবার, ৩:২৩:৪৪
বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (৮ জুন) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ৫০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রশিদ-সাঈদ-ফোরাম ঐক্যমত পরিষদ। এর আগে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে বুধবার (৭ জুন) ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। শুধু তাই নয়, একাধিক ব্যক্তি একের অধিকও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ও জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসান বলেন, গত দুই দিনে মোট ৬৩ মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
এদিকে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদখ্যাত ফোরাম এবং ঢাকাই লিগের শীর্ষ ক্লাবগুলো ঐক্যমতের একক প্যানেল গঠনে হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ২৮টি পদের মধ্যে সমঝোতারভিত্তিতে ফোরাম ১০টি ও ঢাকার ক্লাবগুলো ১৮টি পদ ভাগাভাগি করে নিচ্ছে। এ নির্বাচনে মোট কাউন্সিলর সংখ্যা ৮৬ জন।
অপরদিকে একাধিক সূত্র জানিয়েছে, যারা ঐক্যমতের প্যানেলে জায়গা পাননি এমন কয়েকজনও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এমন কি কাউন্সিলর বঞ্চিতরা তাদের অধিকার আদায়ে আইনি চেষ্টা করছেন বলেও শোনা যাচ্ছে।
তবে নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নে ফোরাম মহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, হকির স্বার্থে আমরা একটি ঐক্যমতের প্যানেলের সিদ্ধান্ত নিয়েছি। হকি নিয়ে যারা কাজ করেন তাদের নিয়েই কমিটি গঠন হবে। অপর এক প্রশ্নে তিনি বলেন, যে কারোর নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে।
ঐক্যমতের প্যানেল সর্ম্পকে হকি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, এখানে ১০-১৮টি কোনো সংখ্যা নয়। হকিতে যারা কাজ করেন এবং হকির উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন তাদের নিয়েই একটি কমিটি গঠিত হবে। তিনি এক প্রশ্নে বলেন, ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের পরামর্শ ও সমন্বয়ে এটি করা হবে।
এছাড়া নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে মনোনয়নপত্র সংগ্রহে অধিকাংশ প্রার্থী একটি করে মনোনয়নপত্র সংগ্রহ করলেও উষা ক্রীড়া চক্রের আব্দুর রশিদ সিকদার, ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ, জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মাহবুবুল এহসান রানা, আবাহনী লিমিটেডের জাকি আহমেদ রিপন ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মাসুদ রানা আহমেদ দুটো করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
Rent for add