নিজস্ব প্রতিবেদক : ২ জুন ২০২৩, শুক্রবার, ১৯:০৬:২৬
জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে আগামীকাল (৩ জুন) শনিবার বাংলাদেশ জাতীয় জুনিয়র হকি দল দেশে ফিরছে। দলটি ওমানের সালালাহ থেকে রওনা হয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে সকাল ৯টায় ঢাকা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
ওমানের সালালাহে ১০ম জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় জুনিয়র দল ষষ্ঠস্থান লাভ করে। তবে দলের লক্ষ্য ছিল সেমিফাইনাল পরবর্তী আসন্ন জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্টে কোয়ালিফাই করা। কিন্তু গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েন কোচ মামুন উর রশীদের শিষ্যরা।
অধিনায়ক প্রিন্স লাল সামন্তের নেতৃত্বে দলটি গ্রুপ পর্বের ৪টি ম্যাচের মধ্যে দুটি জয় লাভ করে। গ্রুপ পর্বে বাংলাদেশ ২-০ গোলে স্বাগতিক ওমানকে এবং ৩-১ গোলে উজবেকিস্তানকে পরাজিত করে। তবে ৫-১ গোলে মালয়েশিয়া এবং ৩-১ গোলে দক্ষিণ কোরিয়ার কাছে পরাজিত হয়।
এরপর স্থান নির্ধারণী (৫ম থেকে ৮ম) ম্যাচে বাংলাদেশ ৪-১ গোলে থাইল্যান্ডকে পরাজিত করে এবং পরবর্তী স্থান নির্ধারণী (৫ম-৬ষ্ঠ) ম্যাচে জাপানের কাছে ৫-১ গোলে হেরে বাংলাদেশ ষষ্ঠস্থান লাভ করে।
বাংলাদেশ স্কোয়াড : টিম লিডার : মাহবুবুল এহসান রানা। ম্যানেজার : হাজী মোহাম্মদ হুমায়ুন। সহকারী ম্যানেজার : খাজা তাহের লতিফ মুন্না। প্রধান কোচ : আ ন ম মামুন উর রশীদ। সহকারী কোচ : হেদায়তুল ইসলাম খান রাজীব। ভিডিও অ্যানালিস্ট : তাপস বর্মণ। গোলরক্ষক : নুরুজ্জামান নয়ন, সাইজুদ্দিন। রক্ষণভাগ : আমিরুল ইসলাম, মেহরাব হাসান সামিন, আমান শরীফ, রামিম হোসেন, রাহিদ হাসান জীবন, শহিদুল হক সৈকত। মধ্যমাঠ : প্রিন্স লাল সামন্ত (অধিনায়ক), আবেদ উদ্দিন, আজিজার রহমান, শাহিদুর রহমান সাজু, সাবেদুর রহমান মিঠু। আক্রমণভাগ : মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান রকি, ওবায়দুল হক জয়, তাসিন আলী, জাহিদ হোসেন। স্ট্যার্ন্ড বাই : গোলরক্ষক : আল আমিন মিয়া। রক্ষণভাগ : আসাদুজ্জামান চাঁদ ও মেহেদি হাসান মুন্না। আক্রমণভাগ : দেবাশীষ কুমার রায়।
Rent for add