নিজস্ব প্রতিবেদক : ২ জুন ২০২৩, শুক্রবার, ৫:০৭:৪৫
জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ১ জুন শিরোপা লড়াইয়ে তারা ২-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। এশিয়ান হকির অন্যতম দুই পরাশক্তির এ ম্যাচ ওমানের সালালাহে অনুষ্ঠিত হয়।
এ টুর্নামেন্টের মধ্য দিয়ে আসন্ন জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্টে চারটি দল কোয়ালিফাই করেছে। দলগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।
এর আগে স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়া তৃতীয়, মালয়েশিয়া চতুর্থ, জাপান পঞ্চম, বাংলাদেশ ষষ্ঠ, স্বাগতিক ওমান সপ্তম, থাইল্যান্ড অষ্টম, উজবেকিস্তান নবম এবং চাইনিজ তাইপে দশম হয়েছে।
উল্লেখ্য ১০ জাতির এ টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান এবং ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে প্রতিদ্বন্দ্বিতা করে।
Rent for add