নিজস্ব প্রতিবেদক : ২ জুন ২০২৩, শুক্রবার, ৪:২৩:৩৭
জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের স্থান নির্ধারণী (৭ম-৮ম) ম্যাচে ১ জুন স্বাগতিক ওমান সপ্তম এবং থাইল্যান্ড অষ্টম হয়েছে।
ওমানের সালালাহে স্বাগতিক ওমান ২-১ গোলে থাইল্যান্ডকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল।
এর আগে ৩১ মে স্থান নির্ধারণী (৯ম-১০ম) ম্যাচে উজবেকিস্তান নবম এবং চাইনিজ তাইপে দশম হয়েছে।
উল্লেখ্য ১০ জাতির এ টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান এবং ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে প্রতিদ্বন্দ্বিতা করে।
Rent for add