• ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ম্যাচসেরা তাহসিনকে পুরস্কৃত করলেন রশিদ সিকদার

জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের স্থান নির্ধারণী ম্যাচে (পঞ্চম থেকে অষ্টম) আজ (৩০ মে) মঙ্গলবার রাতে থাইল্যান্ডের বিপক্ষে চমৎকার ক্রীড়া নৈপুনো দেখিয়ে বাংলাদেশ জাতীয় জুনিয়র দলের মোহাম্মদ তাসিন আলী ম্যাচসেরা হয়েছেন।

ওমানের সালালাহে মোহাম্মদ তাসিন আলীকে পুরস্কৃত করেন এশিয়ান হকি ফেডারেশনের কার্যনিবার্হী সদস্য ও বাংলাদেশ হকি ফেডারেশনের অন্যতম সহসভাপতি আব্দুর রশিদ সিকদার।

থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ৪-১ গোলে জয় লাভ করে। জয়ী দলের হয়ে গোলগুলো করেন মোহাম্মদ তাসিন আলী, আমিরুল ইসলাম, রামিম হোসেন ও রকিবুল হাসান রকি।

এ জয়ের ফলে আগামী ১ জুন পঞ্চম-ষষ্ঠ স্থানের জন্য বাংলাদেশ ও জাপান একে অপরের মোকাবেলা করবে।

এদিকে আগামীকাল (৩১ মে) বুধবার নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচের পাশাপাশি দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

Rent for add