নিজস্ব প্রতিবেদক : ৩০ মে ২০২৩, মঙ্গলবার, ১৫:০৫:০০
জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে মালয়েশিয়ার বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করেছে স্বাগতিক ওমান। আজ (২৯ মে) সোমবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মালয়েশিয়া ১-০ গোলে ওমানকে পরাজিত করে। প্রথমার্ধ অবশ্য গোল শূন্য ড্র ছিল।
এদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আরেক ম্যাচে পাকিস্তান ৩-২ গোলে হারিয়েছে জাপানকে। প্রথমার্ধে বিজয়ী দল ২-১ গোলে এগিয়ে ছিল।
আগামীকাল (৩০ মে) মঙ্গলবার স্থান নির্ধারণী ম্যাচ (৫ম থেকে ৮ম) ওমান ও জাপান এবং বাংলাদেশ ও থাইল্যান্ড মোকাবেলা করবে।
Rent for add