• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ড্র নিয়ে তুষ্ট ভারত-পাকিস্তান

জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে এশিয়ান হকির অন্যতম পরাশক্তি ভারত বনাম পাকিস্তানের লড়াইয়ে কেউ কাউকে হারাতে পারেনি। আজ (২৭ মে) শনিবার ওমানের সালালাহে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়ে ছিল। তবে বিরতি থেকে ফিরে পাকিস্তান গোল পরিশোধ করলে ১-১ গোলে সমতায় ফেরে। অবশিষ্ট সময়ে উভয় দল আর কোনো গোলের দেখা না পেলে ভারত-পাকিস্তান ১-১ গোলে ড্র নিয়ে তুষ্ট থাকে।

এদিকে অপর তিন ম্যাচে স্বাগতিক ওমান ৩-২ গোলে উজবেকিস্তানকে, মালয়েশিয়া ৩-১ গোলে দক্ষিণ কোরিয়াকে এবং জাপান ১০-১ গোলে চাইনিজ তাইপেকে পরাজিত করে।

আগামীকাল (২৮ মে) রোববার বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া এবং ভারত ও থাইল্যান্ড মোকাবেলা করবে।

Rent for add