নিজস্ব প্রতিবেদক : ২৭ মে ২০২৩, শনিবার, ২১:৫১:১৩
জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে মাত্র একটি জয়-ই বাংলাদেশকে পৌঁছে দিতে পারে স্বপ্নের বিশ্বকাপে। সেই বহুল কাঙ্খিত ম্যাচটি আগামীকাল (২৮ মে) রোববার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে যাচ্ছে লাল-সবুজের দেশ। ওমানের সালালাহে বাংলাদেশ সময় এ ম্যাচটি রাত পৌনে ৮টায় শুরু হবে।
সর্বশেষ ২০১৫ সালে মালয়েশিয়ার কুয়ানতানে জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ ২-০ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছিল। সেই অতীত পরিসংখ্যানই মামুন উর রশীদের দলকে সাহস যোগাচ্ছে। খেলোয়াড়দের আত্মবিশ্বাসী করে তুলছে।
বর্তমানে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ৩ ম্যাচে ২টি করে জয় নিয়ে সমান ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। আগামীকাল যেই দল জিতবে তারাই সেমিফাইনালে পৌঁছে যাবে। তবে এশিয়ান হকির অন্যতম শক্তি কোরিয়ানদের বিপক্ষে লড়াইটা সহজ নাও হতে পারে। অধিনায়ক প্রিন্স লাল সামন্ত অবশ্য জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন।
বাংলাদেশ ওমানে দক্ষিণ কোরিয়ার সঙ্গে জিতলে পারলে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে প্রথমবারের মতো শুধু সেমিফাইনালেই খেলবে না, সেই সঙ্গে তারা প্রথমবারের মতো স্বপ্নের জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্টেও জায়গা করে নেবে।
জাতীয় জুনিয়র দলের টিম লিডার মাহবুবুল এহসান রানা আজ (২৭ মে) শনিবার বিকেলে হকিবাংলাদেশ.কম-কে বলেন, দলের সবাই ভীষণ উজ্জীবিত ও দারুণ ফুরফুরে মেজাজে রয়েছেন। দক্ষিণ কোরিয়াকে হারানোর জন্য মুখিয়ে আছেন। এক প্রশ্নে তিনি বলেন, গুরুত্বপূর্ণ এ ম্যাচে ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠা রক্ষণভাগের অন্যতম খেলোয়াড় মেহরাব হাসান সামিন খেলতে পারেন। অপর এক প্রশ্নে বলেন, পরপর তিন ম্যাচ খেলে কয়েক জনের সামান্য ইনজুরি সমস্যায় ভোগছেন। তারপরও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ভাল একটা ম্যাচ উপহার দিতে চান দলের সবাই। দলের সাফল্য কামনায় মাহবুবুল এহসান রানা দেশবাসীর দোয়া কামনা করেছেন।
Rent for add