• ঢাকা, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

হেরেও ম্যাচসেরা উজবেক গোলরক্ষক

জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে হেরেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন উজবেকিস্তানের গোলরক্ষক তলিববায়েভ দাভলত। ম্যাচ শেষে তাকে পুরস্কৃত করেন এশিয়ান হকি ফেডারেশনের অন্যতম সহসভাপতি ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ।

ওমানের সালালাহে শুক্রবার (২৬ মে) রাতে এএইচএফ কাপজয়ী বাংলাদেশ ৩-১ গোলে উজবেকিস্তানকে পরাজিত করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে জয়ী দলের আমিরুল ইসলাম দুটি ও মোহাম্মদ আবেদ উল্লাহ একটি গোল করেন। তবে বিজিত দলের হয়ে একটি গোল পরিশোধ করেন ফুজিবেক হুসানভ।

উজবেকিস্তান ম্যাচ হারলেও দুর্দান্ত খেলেছেন দলের গোলরক্ষক তলিববায়েভ দাভলত। তিনি চমৎকার ক্রীড়ানৈপুন্যে দেখিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেন। শুধু তাই নয়, সম্ভাব্য নিশ্চিত গোল থেকেও দলকে রক্ষা করেন।

Rent for add