• ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

দ্রুত সেরে উঠছেন সামিন

বাংলাদেশ জাতীয় জুনিয়র হকি দলের রক্ষণভাগের অন্যতম খেলোয়াড় মেহরাব হাসান সামিন গতকাল (২৪ মে) সন্ধ্যায় প্রচণ্ড জ্বর নিয়ে ওমানের সালালাহের স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে টিম হোটেলে ডাক্তারের পরামর্শে চিকিৎসাধীন রয়েছেন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সামিনের জ্বর কমলেও তিনি শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। ক্রমশ: তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। দ্রুত সেরে উঠছেন। প্লাটিলেট ১ লাখের উপরে আছে। সামিনের অসুস্থতায় তার পরিবার দুশ্চিন্তায় থাকলেও সালালাহে ফেডারেশন কর্মকর্তারা সার্বক্ষণিক পাশে রয়েছেন।

বাংলাদেশ জাতীয় জুনিয়র হকি দলের টিম লিডার মাহবুবুল এহসান রানা আজ (২৫ মে) বৃহস্পতিবার হকিবাংলাদেশ.কম-কে মুঠোফোনে বলেন, সামিন আগের চেয়ে ভাল আছে। আশা করছি সে দ্রুত সেরে উঠবে। এক প্রশ্নে তিনি বলেন, ডাক্তারের পরামর্শে সামিন হোটেলে বিশ্রামে রয়েছে এবং চিকিৎসা নিচ্ছেন।

 

 

Rent for add