নিজস্ব প্রতিবেদক : ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ২৩:৫২:৩৮
ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে নিজ নিজ ম্যাচে সহজ জয় পেয়েছে। আজ (২৫ মে) বৃহস্পতিবার ওমানের সালালাহে জুনিয়র ভারত ৩-১ গোলে জাপানকে, দক্ষিণ কোরিয়া ৪-০ গোলে স্বাগতিক ওমানকে এবং মালয়েশিয়া ৫-১ গোলে বাংলাদেশকে পরাজিত করেছে। ৩ ম্যাচে এদিন মোট ১৪টি গোল হয়েছে।
আগামীকাল (২৬ মে) শুক্রবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে থাইল্যান্ড ও চাইনিজ তাইপে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ও উজবেকিস্তান একে অপরের সঙ্গে মোকাবেলা করবে।
Rent for add