• ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশকে পার্থক্য বোঝালো মালয়েশিয়া

গ্রুপে মালয়েশিয়া-দক্ষিণ কোরিয়া পড়ার পরই ধরে নেওয়া হয়েছিল জুনিয়র এশিয়া কাপ হকির সেমিফাইনালের টিকিট কঠিন হবে বাংলাদেশের জন্য। বিশ্ব হকির এই দুই পরাশক্তির যুবারা যে ‘বি’ গ্রুপের ফেবারিট। বাংলাদেশকে সহজে হারিয়ে সেটাই দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে।

স্বাগতিক ওমানের বিপক্ষে ২-০ গোলে জিতে জুনিয়র এশিয়া কাপ শুরু করা বাংলাদেশের সামনে মালয়েশিয়া ছিল বড় চ্যালেঞ্জ। সেমিফাইনালে উঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে পারবে কিনা তা নির্ভর করছিল এই ম্যাচের ফলাফলের উপর। কিন্তু বাংলাদেশ হেরে গেছে ৫-১ গোলে। সামনে দুই ম্যাচ উজবেকিস্তান ও কোরিয়ার বিপক্ষে। গ্রুপে শীর্ষ দুইয়ে থাকা বিরাট চ্যালেঞ্জ এখন মামুন উর রশীদের দলের।

আন্তর্জাতিক হকিতে কোথায় দাঁড়িয়ে মালয়েশিয়া সেটা বাংলাদেশকে বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে তাদের পার্থক্যটা কি, তাও দেখিয়ে দিয়েছে। প্রথম কোয়ার্টারে ৩ গোলে এগিয়েই তারা আভাস দিয়েছিল বড় জয়ের। শেষ পর্যন্ত ৫-১ গোলে জিতে সেমির পথে এগিয়ে থাকলো আগামী জুনিয়র বিশ্বকাপের আয়োজক দেশটি।

ম্যাচে যে ৬ টি গোল হয়েছে তার পাঁচটিই পেনাল্টি কর্নার থেকে। ৮, ১৩ ও ১৪ মিনিটে গোল করে লিড ৩-০ করে ফেলে মালয়েশিয়া। বিরতির পর তারা যোগ করে আরো দুই গোল। এর মধ্যে বাংলাদেশ একবার বল পাঠায় মালয়েশিয়ার পোস্টে। বাংলাদেশের গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ ৩৭ মিনিটে। ম্যাচে মালয়েশিয়ার ইরফান হ্যাটট্রিক করে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। দলের হয়ে অপর দু’ গোল করেন শফিক ও নাঈম।

আগামীকাল (২৬ মে) শুক্রবার বাংলাদেশ ওমানের সালালাহে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলবে উজবেকিস্তানের সঙ্গে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

Rent for add