• ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

ডেঙ্গু নিয়ে ওমানের হাসপাতালে সামিন

বাংলাদেশ জাতীয় জুনিয়র হকি দলের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় মেহরাব হাসান সামিন ওমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৪ মে) সন্ধ্যায় সালালাহের স্থানীয় এক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় চলমান জুনিয়র এশিয়া কাপে সামিনের আর খেলা হচ্ছে না।

ওমান থেকে বাংলাদেশ দলের টিম লিডার মাহবুবুল এহসান রানা হকিবাংলাদেশ.কম-কে মুঠোফোনে বলেন, সামিন জুনিয়র এশিয়া কাপের উদ্বোধনী (২৩ মে) দিনে স্বাগতিক ওমানের বিপক্ষে মূল স্কোয়াডে ছিলেন। এমনকি পুরো সময় মাঠ জুড়ে দুর্দান্ত খেলেছেন। এক প্রশ্নে তিনি বলেন, সেদিন সামিন ততটা জ্বর অনুভব করেননি। তবে শরীর হালকা গরম ছিল।

মাহবুবুল এহসান রানা আরো বলেন, বুধবার সকাল থেকে জ্বরের মাত্রা সামান্য বাড়লে সামিন বিশ্রামেই ছিলেন। কিন্তু বিকেলের দিকে হঠাৎ জ্বর বাড়তে থাকলে তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশকিছু টেস্ট করানোর পর ডেঙ্গু জ্বর নিশ্চিত হয়।

এদিকে টিম ম্যানেজমেন্ট ধারণা করছেন ভারতের হরিয়ানায় ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্পে থাকা অবস্থায় সামিন সম্ভবত ডেঙ্গু জ্বরের উপসর্গ নিয়ে ওমান আসেন এবং এখানে এসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন।

 

 

Rent for add