• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

দাপুটে বাংলাদেশের সামনে কাল শক্তিশালী মালয়েশিয়া

দাপুটে বাংলাদেশের সামনে আগামীকাল (২৫ মে) বৃহস্পতিবার জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে শক্তিশালী মালয়েশিয়া মুখোমুখি হচ্ছে। ওমানের সালালাহে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে।

১০ জাতির এ আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান প্রতিদ্বন্দ্বিতা করছে। এরই মধ্যে বাংলাদেশ ও মালয়েশিয়া একটি করে ম্যাচ খেলেছে। উদ্বোধনী (২৩ মে) দিনে বাংলাদেশ ২-০ গোলে ওমানকে এবং মালয়েশিয়া ৮-১ গোলে উজবেকিস্তানকে পরাজিত করে।

এশিয়া হকির অন্যতম শক্তি মালয়েশিয়ার বিপক্ষে এ ম্যাচটিকে ঘিরে টিম ম্যানেজমেন্ট মাঠে নানারকম পরিকল্পনার মাধ্যমে দল সাজিয়ে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে। প্রতিপক্ষের সঙ্গে যতটা ভাল খেলা যায় সেই কৌশলেই নামবে বাংলাদেশ।

দলের প্রধান কোচ মামুন উর রশিদ হকিবাংলাদেশ.কম-কে মুঠোফোনে বলেন, মালয়েশিয়া খুবই শক্তিশালী দল। ওরা ছোট ছোট পাসে খেলে। তবে আমরা তাদের বিপক্ষে আক্রমণাত্মক কৌশলে খেলার চেষ্টা করবো। এক প্রশ্নে তিনি বলেন, ওমানের চেয়েও মালয়েশিয়ার সঙ্গে ভাল খেলার চেষ্টা করবে দল। তিনি আরো বলেন, মালয়েশিয়ার খেলাগুলোকে দফায় দফায় ভিডিও ক্লাসে দেখেছে ছেলেরা। তাদের শক্তির জায়গা এবং দুর্বল দিকগুলো চিহ্নিত করেই দল সাজানোর পরিকল্পনা করছি।

বাংলাদেশ অধিনায়ক প্রিন্স লাল সামন্ত মালয়েশিয়ার সঙ্গে ভাল খেলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, তারা এশিয়ার অন্যতম দল। কাজেই প্রতিপক্ষকে হালকা করে দেখার অবকাশ নেই। চাপমুক্ত থেকে আমরা মাঠে খেলার চেষ্টা করবো।

উল্লেখ্য সবশেষ ২০১৫ সালে জুনিয়র এশিয়া কাপে মালয়েশিয়ার কুয়ানতানে বাংলাদেশ ৮-০ গোলে মালয়েশিয়ার কাছে হেরেছিল।

Rent for add