নিজস্ব প্রতিবেদক : ২৪ মে ২০২৩, বুধবার, ১:৪২:৩৪
স্বাগতিক ওমানের বিপক্ষে জুনিয়র এশিয়া কাপে কাঙ্খিত জয় পেয়ে উজ্জীবিত বাংলাদেশ। এ টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য গ্রুপ পর্বের ৪ ম্যাচে ৩টি জয়। এর মধ্যে গতকাল (২৩ মে) ওমানের সঙ্গে ২-০ গোলের একটি প্রত্যাশিত জয় পেয়েছে। সামনে আরো ৩টি ম্যাচ রয়েছে। এর মধ্যে টার্গেট আরো দুটি জয়।
আগামী ২৫ মে লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা শক্তিশালী মালয়েশিয়ার মোকাবেলা করবে। এ ম্যাচে যতটা ভাল খেলা যায়- সেই চেষ্টাই করবেন অধিনায়ক প্রিন্স লাল সামন্ত। তবে পরের দুটি ম্যাচ জিততে ব্যাকুল কোচ মামুনুর রশীদ। ২৬ মে তার শিষ্যরা খেলবেন উজবেকিস্তানের সঙ্গে। গত জানুয়ারিতে মাসকাটে এএইচএফ কাপে এই উজবেকিস্তানকেই ৬-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ মে দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করবে। এই দলটিকে ২০১৫ সালে মালয়েশিয়ায় সবশেষ জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ ৫-৪ গোলে পরাজিত করেছিল। তাই উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে জিততে মরিয়া তাসিন, জাহিদ, রকিবুলরা।
বাংলাদেশ যদি জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে কাঙ্খিত ৩টি জয় তুলে নিতে পারে তাহলে সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। শুধু তাই নয়, সেরা চারে উঠে এলে স্বপ্নের জুনিয়র বিশ্বকাপ খেলারও সম্ভাবনা রয়েছে। তাই এ টুর্নামেন্টটি বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
ওমানের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ জুনিয়র দলের প্রধান সমন্বয়কারী রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ মাহবুবুল এহসান রানা ম্যাচ শেষে বলেন, জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে আমরা খুশি। স্বাগতিকদের বিরুদ্ধে জেতা সব সময়ই কঠিন। ওমান সব সময়ই শক্ত প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে আমাদের ছেলেরা ভাল খেলে রেজাল্ট বের করে এনেছে।
এক প্রশ্নে রানা আরো বলেন, ম্যাচের শুরুতে গুছিয়ে উঠতে কিছুটা সমস্যা হচ্ছিল। সময় যত গড়িয়েছে ততই আমরা নির্ভুল ম্যাচ খেলেছি। কোচের পরিকল্পনা বলবো না যে শতভাগ বাস্তবায়ন করেছে ছেলেরা; তবে এই ম্যাচে অনেকটা পেরেছে। সামনে আশা করি দল আরো নিজেদের গুছিয়ে নেবে।
Rent for add