• ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ওমানকে হারিয়ে স্বপ্নের মিশন শুরু

জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে স্বাগতিক ওমানকে হারিয়ে স্বপ্নের মিশন শুরু করেছে বাংলাদেশ। আজ (২৩ মে) মঙ্গলবার ওমানের সালালাহে লাল-সবুজের দেশ ২-০ গোলে স্বাগতিকদের হারিয়ে কাঙ্খিত জয় তুলে নেয়। গোল দুটি করেন তাসিন আলী ও জাহিদ হোসেন। তবে ম্যাচ সেরা হয়েছেন দু গোলের উৎস তৈরি করা রাকিবুল হাসান রকি।

ফ্লাডলাইটের জ্বলমলে আলোয় গড়ানো ম্যাচে ১৫ মিনিট করে চার কোয়ার্টারের এ লড়াইয়ে প্রথম কোয়ার্টারে কেউ কারো বিপক্ষে গোলের দেখা পায়নি। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে এসেই যে এএইচএফ কাপজয়ী বাংলাদেশ মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি গোল পেয়ে যাবে তা ওমান কল্পনাও করতে পারেনি।

দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণ-পাল্টা আক্রমণ থেকে কাউন্টার অ্যাটাকে ২২ মিনিটে রকিবুলের পাস থেকে পোস্টের সামনে দাঁড়িয়ে থাকা তাসিন আলী বল পাওয়ার সঙ্গে সঙ্গেই জোরালো হিটে গোল করে দলকে এগিয়ে (১-০) নেন। গোল খেয়ে নিজেদের গুছিয়ে উঠার আগেই দুই মিনিটের ব্যবধানে স্বাগতিকরা আবারো আরেকটি গোল খেয়ে বসেন। ২২ মিনিটে রকিবুলের রিভার্স হিট ওমানের গোলকিপার খাফিরান হাজাস পা দিয়ে রুখে দিলেও শেষ রক্ষা করতে পারেননি। ফিরতি বলে তাসিনের হিটে থেকে জাহিদ হোসেন বল পেয়ে আলতো টোকায় গোল (২-০) করেন।

পরপর দুই গোলে পিছিয়ে পড়া ওমান ব্যাকফুটে চলে গেলেও তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু কোচ মামুনুর রশীদের দল দারুণ দৃঢ়তা দেখিয়ে প্রতিপক্ষের প্রতিটি আক্রমণই রুখে দেন। বিশেষ করে গোলরক্ষক নয়ন অসাধারণভাবে কয়েকটি গোল রক্ষা করেন।

চতুর্থ তথা ম্যাচের শেষ কোয়ার্টারে স্বাগতিকরা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। শুধু তাই নয়, তারা বাংলাদেশের সীমানায় আধিপত্যে বিস্তারেরও চেষ্টা করে। কিন্তু রক্ষণভাগের দৃঢ়তায় ওমান সফল হতে পারেনি। বাংলাদেশ দ্বিতীয় কোয়ার্টারের দুই গোল লিড ধরেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে।

এর আগে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে জাপান ৭-১ গোলে থাইল্যান্ডকে, দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ১৫-১ গোলে চাইনিজ তাইপেকে এবং তৃতীয় ম্যাচে মালয়েশিয়া ৮-১ গোলে উজবেকিস্তানকে পরাজিত করে।

আগামীকাল (২৪ মে) বাংলাদেশের কোনো ম্যাচ নেই। তবে পরবর্তী ম্যাচ ২৫ মে তারা শক্তিশালী মালয়েশিয়ার মোকাবেলা করবে।

উল্লেখ্য ১০ জাতির এ আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান এবং ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে অংশ নিচ্ছে। ২৩ মে থেকে ১ জুন অনুষ্ঠানরত এ টুর্নামেন্ট থেকে সেরা চার দলের বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। ফলে প্রতিটি দলের জন্যই এ আসরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Rent for add