নিজস্ব প্রতিবেদক : ২১ মে ২০২৩, রবিবার, ১৯:০৭:১৩
হকি কেন্দ্র ২০২২ সালের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ডিফেন্ডার কলিম উদ্দিন। তিনি সর্বোচ্চ ৫৫ ভোট পেয়ে সেরা খেলোয়াড় হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মুহাম্মদ সাজ্জাদ। তিনি পেয়েছেন ৪৭ ভোট।
কলিম ঢাকা প্রথম বিভাগ হকি লিগে ওয়ান্ডারার্স ক্লাব এবং চট্টগ্রাম সিজেকেএস হকি লিগে মাদারবাড়ী উদয়ন সংঘের খেলোয়াড়। বর্তমানে তিনি বিকেএসপির ছাত্র।
হকি কেন্দ্র গেল বছর নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষে ৪টি ইউনিটে মোট ৮০ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ শুরু করে। এরপর খেলোয়াড়দের বার্ষিক মাননির্ণয় ফল প্রকাশ গত শনিবার। প্রকাশিত ফলে ৮ জন ‘এ’ গ্রেড, ১৪ জন ‘বি’ গ্রেড এবং ১৯ জন ‘সি’ গ্রেডসহ ১৯ জনসহ মোট ৪১ জন উত্তীর্ণ হয়েছেন।
‘এ’ গ্রেড : প্রেম ঘোষ, ইমাজ উদ্দিন, সাজ্জাদ, প্রিতম দাশ, কলিম উদ্দিন, সবুজ, শরফুদ্দিন, সানি জেভীয়ার।
‘বি’ গ্রেড : সুপ্রিয়, অনিক, আতিক, ইলিয়াছ, আরাফাত (১), দ্বীপ দাশ, আহনাফ, ধ্রুব বড়ুয়া, হোসাইন, রোহান, রাজীব, রবিউল, জেকসন, অর্কিত।
‘সি’ গ্রেড : জেমস্, শাহেদুল, রফিক, সাকিব (১), ইয়ামিন, আবির, সপ্তাংশু, তারিক, শাওন, আরাফাত (২), প্রান্ত দাশ, সাকিব (২), রাফাত, সাদ ফারুকী, ইশান, মোরসালিন, আওসেফ, সাব্বির, ফারদিন।
উল্লেখ্য উত্তীর্ণ খেলোয়াড়দের উচ্চতর এবং মাধ্যমিক স্তরের প্রশিক্ষণ কার্যক্রম চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে। এ লক্ষে আগামী ২৪ মে প্রশিক্ষণার্থীদের মিউনিসিপ্যাল স্কুল মাঠে হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা ও চিফ কোচ মুহাম্মদ মহসিনুল হক চৌধুরীর কাছে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।
Rent for add