নিজস্ব প্রতিবেদক : ২০ মে ২০২৩, শনিবার, ২০:৩৭:৩৫
আগামী ২৩ মে থেকে ওমানের সালালাহে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে। ১০ জাতির এই আসরে অংশ নিতে দলগুলো ইতোমধ্যে ওমান পৌঁছুতে শুরু করেছে। তবে বাংলাদেশ একটু আগে-ভাগেই পৌঁছেছে সালালাহে।
বাংলাদেশ দল ভারতে ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে গত বৃহস্পতিবার ওমান পৌঁছায়। এরপর চব্বিশ ঘন্টারও কম সময় বিশ্রাম নিয়ে তারা শুক্রবার দুপুরে অনুশীলনে ঘাম ঝরিয়েছে। আর আজ শনিবার সেখানে ভারতের সঙ্গে ১৫ মিনিটের গা-গরমের অনুশীলন করেছে।
বাংলাদেশ জাতীয় জুনিয়র দলের দলনেতা মাহাবুবুল এহসান রানা হকিবাংলাদেশ.কম-কে মুঠোফোনে বলেন, আজ সালালাহে ভারতের বিপক্ষে ১৫ মিনিটের অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক প্রশ্নে তিনি বলেন, ম্যাচটি ১৫ মিনিটের হলেও দলের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ ছিল।
মাহাবুবুল এহসান রানা আরো বলেন, শক্তিশালী ভারতের বিপক্ষে খেলতে পেরে দলের সদস্যদের আত্মবিশ্বাস আরো বেড়েছে। এ ম্যাচে কেউ কারো বিপক্ষে গোল করতে পারেনি। ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।
আসন্ন জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশ ‘বি’ গ্রুপে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমানের মোকাবেলা করবে। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে।
উল্লেখ্য গ্রুপ পর্বে বাংলাদেশ ২৩ মে স্বাগতিক ওমান, ২৫ মে মালয়েশিয়া, ২৬ মে উজবেকিস্তান এবং ২৮ মে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মোকাবেলা করবে।
Rent for add