নিজস্ব প্রতিবেদক : ১৭ মে ২০২৩, বুধবার, ২২:০৮:৫৭
এশিয়ান গেমস সামনে রেখে জাতীয় দলের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন দক্ষিণ কোরিয়ান ইয়ং কিউ কিম নামের এক কোচ নিয়োগ দিয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে এই গেমস চীনের হাংজু শহরে অনুষ্ঠিতব্য হবে। তবে জুন থেকে নতুন এই কোচের তত্বাবধানে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে।
৫৪ বছর বয়সী এই কোচ বাংলাদেশ হকিতে ভীষণ পরিচিত মুখ। গত ডিসেম্বরে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি হকি লিগে রুপায়ন সিটির কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
কোচ নিয়োগ প্রসঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, আমরা কোরিয়ান কোচকে চূড়ান্ত করেছি এশিয়ান গেমসের জন্য। আশা করি, আগামী ১৫ জুনের মধ্যে তিনি ঢাকায় চলে আসবেন। তারপর জাতীয় দলের অনুশীলন শুরু করবেন।
আপাতত এশিয়ান গেমস পর্যন্ত কোরিয়ান কোচকে চূড়ান্ত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে বলেই এই কোচকে এশিয়ান গেমসের পছন্দ করেছে ফেডারেশন। সূত্র : জাগোনিউজ২৪.কম
অনূর্ধ্ব-২১ হকি দল অংশ নেবে ওমানে অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপে। এ জন্য ২৩ খেলোয়াড়কে প্রস্তুতির জন্য ভারতে পাঠিয়েছিল ফেডারেশন। কন্ডিশনিং ক্যাম্প করা ওই ২৩ খেলোয়াড়ের সঙ্গে আরো ৩০ জন যোগ করে জাতীয় দলের অনুশীলন শুরু হবে বলে জানিয়েছেন এ কে এম মমিনুল হক সাঈদ।
জাতীয় দলের ক্যাম্প যাদের ডাকা হবে তাদেরকে ফেডারেশনের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে অনুশীলন করে ফিটনেস ধরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সাঈদ বলেন, আমরা খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে অনুশীলন করার নির্দেশনা দিয়েছি। তারা অনুশীলনের ভিডিও পাঠাবে। সেগুলো আমরা পর্যবেক্ষণ করবো।
Rent for add