• ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

জুনিয়র এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ওমানের সালালাহে জুনিয়র এশিয়া কাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এর মধ্যে ৩ জন নতুন মুখ রয়েছেন। তারা হলেন রামিম হোসেন, শহিদুল হক সৈকত ও মোহাম্মদ আবদুল্লাহ। তবে বাদ পড়েছেন দেবাশীষ কুমার রায় ও আসাদুজ্জামান চাঁদ। এই দুই জন সবশেষ এএইচএফ কাপজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন।

আগামী ২৩ মে থেকে ১ জুন অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা সেমিফাইনালে উঠতে পারলেই
আসন্ন যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ১০ জাতির এই আসরে বাংলাদেশ ‘বি’ গ্রুপে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমানের মোকাবেলা করবে। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে।

উল্লেখ্য বর্তমানে বাংলাদেশ জাতীয় জুনিয়র হকি দল কন্ডিশনিং ক্যাম্পে ভারতের হরিয়ানায় অবস্থান করছে। আগামী ১৮ মে জুনিয়র এশিয়া কাপে অংশগ্রহণের লক্ষে ওমান যাবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল

টিম লিডার : মাহাবুবুল এহসান রানা। ম্যানেজার : হাজী মোহাম্মদ হুমায়ুন। সহকারী ম্যানেজার : খাজা তাহের লতিফ মুন্না।

প্রধান কোচ : আ ন ম মামুন উর রশিদ। সহকারী কোচ : হেদায়তুল ইসলাম খান রাজীব। ভিডিও অ্যানালিস্ট : তাপস বর্মণ।

গোলরক্ষক : নুরুজ্জামান নয়ন, সাইজুদ্দিন।

রক্ষণভাগ : আমিরুল ইসলাম, মেহরাব হাসান সামিন, আমান শরীফ, রামিম হোসেন, রাহিদ হাসান জীবন, শহিদুল হক সৈকত।

মধ্যমাঠ : প্রিন্স লাল সামন্ত (অধিনায়ক), আবেদ উদ্দিন, আজিজার রহমান, শাহিদুর রহমান সাজু , সাবেদুর রহমান মিঠু।

আক্রমণভাগ : মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান রকি, ওবায়দুল হক জয়, তাসিন আলী, জাহিদ হোসেন।

স্ট্যার্ন্ড বাই
গোলরক্ষক : আল আমিন মিয়া। রক্ষণভাগ : আসাদুজ্জামান চাঁদ ও মেহেদি হাসান মুন্না। আক্রমণভাগ : দেবাশীষ কুমার রায়।

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ

২৩ মে
বাংলাদেশ : ওমান

২৫ মে
বাংলাদেশ : মালয়েশিয়া

২৬ মে
বাংলাদেশ : উজবেকিস্তান

২৮ মে
বাংলাদেশ : দক্ষিণ কোরিয়া

৩১ মে
সেমিফাইনাল

১ জুন
ফাইনাল

Rent for add