• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

রক্তিম ও তেজগাঁও জিতেছে

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে আজ রোববার রক্তিম সংঘ ৪-১ গোলে বর্ণক সমাজকে এবং তেজগাঁও অগ্রগামী ক্লাব ৩-০ গোলে ঢাকা হকি ক্লাবকে পরাজিত করে। ম্যাচ দুটি মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

রক্তিম সংঘ ৪ : ১ বর্ণক সমাজ

বর্ণক সমাজের বিপক্ষে আজ ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল রক্তিম সংঘ। তবে গোল পেতে তাদের দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। খেলার ২১ মিনিটে সুকেশের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে এগিয়ে যায় রক্তিম (১-০)। ৪০ মিনিটে আবারো গোল করেন সুকেশ (২-০)। ৪৩ মিনিটে সোহেলের গোলে আরো এগিয়ে যায় রক্তিম (৩-০)।

তবে ৪৮ মিনিটে গিয়ে প্রথম গোলের দেখা পায় বর্ণক। গোল করেন জিল্লুর রহমান (৩-১)। ৫৩ মিনিটে সোহেল রক্তিমের হয়ে চতুর্থ এবং ম্যাচের শেষ গোল করেন (৪-১)।

তেজগাঁও অগ্রগামী ক্লাব ৩ : ০ ঢাকা হকি ক্লাব

মেহেদী হাসান জীবনের জোড়া গোলে ঢাকা হকি ক্লাবকে হারিয়েছে তেজগাঁও অগ্রগামী ক্লাব। ১৬ মিনিটে জীবনের গোলে শুরু তেজগাঁয়ের (১-০)। ৩৮ মিনিটে আরমান হোসেন ব্যবধান দ্বিগুণ (২-০) করেন। তেজগাঁয়ের হয়ে ৪৮ মিনিটে শেষ গোল করেন জীবন (৩-০)।

 

Rent for add