নিজস্ব প্রতিবেদক : ১৪ মে ২০২৩, রবিবার, ১৮:৫২:২৭
ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাব ৪ : ৩ উদিতি ক্লাব
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর জয় পেয়েছে ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাব। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার তারা ৪-৩ গোলে উদিতি ক্লাবকে পরাজিত করে।
ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকলেও দ্বিতীয় কোয়ার্টারের ১৭ মিনিটে ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাবের ইমরান পারভেজ ফিল্ড গোল করে দলকে (১-০) এগিয়ে নেন। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাহমুদুল হাসান (২-০)।
তবে ২৫ মিনিটে রিয়নের গোলে উদিতি ক্লাব ব্যবধান কমিয়ে (২-১) আনে। কিন্তু ২৭ মিনিটে হৃদয়ের গোলে আরো এগিয়ে যায় ইস্ট অ্যান্ড গ্রিন (৩-১)। ৩৪ মিনিটে উদিতির হয়ে রাতুল গোল করে ব্যবধান আবার (৩-২) কমিয়ে আনেন।
এরপর ৪২ মিনিটে ইমরান পারভেজ ইস্ট অ্যান্ড গ্রিনের হয়ে ফের আরেকটি গোল করেন (৪-২)। তবে ৫৭ মিনিটে শামীম উদিতির হয়ে গোল করে ব্যবধান কমিয়ে আনেন (৪-৩)।
ম্যাচের অবশিষ্ট সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাব।
Rent for add