• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

রাশুর হ্যাটট্রিকে ইয়াংস্টারের জয়

রাশুর হ্যাটট্রিকে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে ঢাকা ইয়াংস্টার ক্লাব ১১-০ গোলে ইস্ট অ্যান্ড গ্রীন ক্লাবকে পরাজিত করেছে। তবে ঢাকা হকি ক্লাব ২-০ গোলে হারিয়েছে উদিতি ক্লাবকে। আজ বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।

ঢাকা ইয়াংস্টার ক্লাব ১১ : ০ ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাব

রাশুর হ্যাটট্রিকে ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাবকে ১১-০ গোলে হারিয়ে দিয়েছে ঢাকা ইয়াংস্টার ক্লাব। ম্যাচের ২০, ৩৭, ৫০ ও ৫১ মিনিটে হ্যাটট্রিকসহ তিনি ৪ গোল করেন। এছাড়া জয়ী দলের নৈঋত হাসান, সাবিত ও সামির দুটি করে গোল করেন। অপর গোল করেন সুইট।

ম্যাচের ৮ মিনিটে সুইটের গোলে শুরু করে ইয়াংস্টার (১-০)। ১৫ মিনিটে সামির ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। ১৯ মিনিটে সামির তৃতীয় গোল করেন (৩-০)। মিনিট পরেই রাশুর গোলে ব্যবধান দাঁড়ায় এক (৪-০) হালিতে। এরপর ২৪ মিনিটে সাবিত গোল করলে (৫-০) বড় জয়ের পথে হাঁটতে শুরু করে দলটি। গোলের ধারাবাহিকতায় ২৭ মিনিটে নৈঋত গোল করে অর্ধ (৬-০) ডজনে পরিণত করেন।

এরপর বিরতি থেকে ফিরে ইয়াংস্টার ৩৫ মিনিটে সাবিতের গোলে আরো (৭-০) এগিয়ে যায়। ৩৭ মিনিটে রাশু গোল করলে তা দুই (৮-০) হালিতে পরিণত হয়। ৪৭ মিনিটে নৈঋত গোল করে ইস্ট অ্যান্ড গ্রিন গোলবন্যায় (৯-০) ভাসতে শুরু করে। এরপর ৫০ ও ৫১ মিনিটে রাশুর গোলে বড় জয় (১১-০) নিয়ে তারা মাঠ ছাড়ে।

ঢাকা হকি ক্লাব ২ : ০ উদিতি ক্লাব

ঢাকা হকি ক্লাব ২-০ গোলে উদিতি ক্লাবকে পরাজিত করে। দুটি গোলই হয়েছে ম্যাচের তৃতীয় কোয়ার্টারে।

৪১ মিনিটে রওনকের গোলে (১-০) এগিয়ে যায় ঢাকা হকি। এরপর ৪৪ মিনিটে ঢাকা জহিরুল ম্যাচের দ্বিতীয় ও শেষ গোল করেন।

উদিতি ক্লাবের খেলোয়াড়রা বেশ কয়েকটি সম্ভাব্য সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের ভুলে গোল বঞ্চিত হয়।

Rent for add