নিজস্ব প্রতিবেদক : ১০ মে ২০২৩, বুধবার, ২১:৩১:৩১
তেজগাঁও ৫ : ১ বর্ণক
মেহেদী হাসান জীবনের হ্যাটট্রিকের উপর ভর করে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে তেজগাঁও অগ্রগামী ক্লাব সহজ জয় পেয়েছে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ বুধবার তারা ৫-১ গোলে বর্ণক সমাজকে পরাজিত করে।
ম্যাচের প্রথম মিনিটেই গোলের দেখা পেয়ে যায় তেজগাঁও। পেনাল্টি কর্ণার থেকে দারুণ হিটে বর্ণকের জাল কাঁপান সাজিদ (১-০)। এরপর ১০ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন মেহেদী হাসান জীবন (২-০)। ১৩ মিনিটে গোল করেন সাজিদ (৩-০)। ফলে প্রথম কোয়ার্টারেই ৩-০ গোলে এগিয়ে যায় তেজগাঁও।
তবে দ্বিতীয় কোয়ার্টারে বর্ণকের খেলোয়াড়রা খানিকটা প্রতিদ্বন্দ্বিতা গড়ার চেষ্টা করেন। কিন্তু সম্ভাব্য গোলের সুযোগ সৃষ্টি করলেও প্রতিপক্ষের জালে জড়াতে পারেননি।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে আবারো গোল পেয়ে যায় তেজগাঁও। ৩২ মিনিটে মেহেদি হাসান জীবন আবারো গোল করেন (৪-০)। তারপর ৪৮ মিনিটে গোল করার মধ্য দিয়ে তিনি হ্যাটট্রিকপূর্ণ করেন (৫-০)।
ম্যাচের শেষ মিনিটে বর্ণকের হয়ে ইয়াসিন সান্ত্বনাসূচক গোল করেন (৫-১)।
Rent for add