নিজস্ব প্রতিবেদক : ৯ মে ২০২৩, মঙ্গলবার, ১৯:০২:৩৪
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে শুভ’র হ্যাটট্রিকে আবারো বড় জয় পেয়েছে রক্তিম সংঘ। অন্য ম্যাচে তকিউলের হ্যাটট্রিকে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাব। আজ মঙ্গলবার দুটি ম্যাচই মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
রক্তিম সংঘ ৯ : ০ উদিতি ক্লাব
শুভ’র হ্যাটট্রিকের উপর ভর করে রক্তিম সংঘ গোলের বন্যায় ভাসিয়েছে উদিতি ক্লাবকে। এক তরফার লড়াইয়ে তারা ৯-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
ম্যাচ মাঠে গড়ানোর পর থেকেই উদিতি ক্লাবের উপর চড়াও হয়ে খেলতে থাকে রক্তিম সংঘ। ফলে ৪ মিনিটে শুভ’র এক ফিল্ড গোলে তারা এগিয়ে যায় (১-০)। ৭ মিনিটে অধিনায়ক বাপ্পি ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। এরপর ১০ ও ১৩ মিনিটে পরপর জোড়া গোল করেন সুকেশ (৪-০)। ফলে প্রথম কোয়ার্টারে ৪-০ গোলে পিছিয়ে পড়া উদিতি ক্লাব।
দ্বিতীয় কোয়ার্টারে উদিতি কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হয়। তারপরও ১৬ মিনিটে সোহেল গোল পেলে রক্তিম বড় জয়ের পথে হাঁটতে শুরু করে (৫-০)।
তৃতীয় কোয়ার্টারে আরো তিন গোল আদায় করে নেয় রক্তিমের খেলোয়াড়রা। ৩৬ মিনিটে নন্দন (৬-০), ৪০ মিনিটে রিক্ত (৭-০) এবং ৪১ মিনিটে শুভ (৮-০) গোল করেন।
ম্যাচের চতুর্থ ও শেষ কোয়ার্টারে একটি মাত্র গোল হয়। ৫৫ মিনিটে দলের পক্ষে নবম গোল করার পাশাপাশি ম্যাচে নিজের হ্যাটট্রিকপূর্ণ করেন শুভ (৯-০)।
ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাব ৫ : ০ ঢাকা হকি ক্লাব
তকিউলের হ্যাটট্রিকে ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাব ৫-০ গোলে ঢাকা হকি ক্লাবকে পরাজিত করে।
ম্যাচের ৬, ১৮ এবং ৩৯ মিনিটে টানা তিন গোল করে হ্যাটট্রিকপূর্ণ করেন হকিউল। অপর দুটি গোল করেন অধিনায়ক ইমরান পারভেজ ৪০ ও ৪৮ মিনিটে।
এ ম্যাচে ঢাকা হকি ক্লাবের খেলোয়াড়রা গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।
Rent for add