• ঢাকা, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

চিটাগাং এলিফ্যান্ট চ্যাম্পিয়ন

বিজয় কাপ হকি টুর্নামেন্টে চিটাগাং এলিফ্যান্ট চ্যাম্পিয়ন হয়েছে। রোববার ফাইনালে তারা ৫-৪ গোলে পদাতিক ক্লাবকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র ছিল। ম্যাচে চিটাগাং এলিফ্যান্টের সাজ্জাদ ২টি এবং পদাতিকের সাকিব এবং সিদ্ধার্থ ১টি করে গোল করেন। ফাইনালে আম্পায়ার ছিলেন মহসিন চৌধুরী ও খালেদ মাহমুদ জুমান।

হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকি টুর্নামেন্টের অষ্টম আসরে পদাতিক ক্লাবের নিলেশ বৈদ্য সেরা খেলোয়াড় এবং চিটাগাং এলিফ্যান্টের মোহাম্মদ সাজ্জাদ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

খেলা শেষে হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা ও চিফ কোচ মুহাম্মদ মহসিনুল হক চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস হকি কমিটির যুগ্মসম্পাদক সরওয়ার আলম চৌধুরী মনি। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস হকির সাধারণ সম্পাদক লুৎফুল করিম সোহেল ও সদস্য সৈয়দ তানসির তৈমুর মোর্শেদ।

Rent for add