• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

ঢাকা হকিকে গোল বন্যায় ভাসালো রক্তিম

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে রোববার রক্তিম সংঘ ১৫-০ গোলে ঢাকা হকি ক্লাবকে এবং বর্ণক সমাজ ২-০ ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাবকে পরাজিত করে। ম্যাচ দুটি মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

রক্তিম সংঘ ১৫ : ০ ঢাকা হকি ক্লাব

শুভ ও সুকেশের হ্যাটট্রিকের উপর ভর করে রক্তিম সংঘ রোববার গোল বন্যায় ভাসিয়েছে ঢাকা হকি ক্লাবকে।এ দিন লিগের সবচেয়ে বড় জয় ১৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রক্তিম সংঘের খেলোয়াড়রা।

বিশাল জয়ের এ ম্যাচে বিজয়ী দলের শুভ হ্যাটট্রিকসহ একাই করেন ৫ গোল। সুকেশও পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। এছাড়া রিক্ত এবং শাওন ২টি করে এবং অধিনায়ক বাপ্পি, সোহেল ও মিনহাজ একটি করে গোল করেন।

বর্ণক সমাজ ২ : ০ ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাব

ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাবকে ২-০ গোলে পরাজিত করেছে বর্ণক সমাজ। ম্যাচের ২ মিনিটে ইয়াসিনের চমৎকার এক ফিল্ড গোলে বর্ণক এগিয়ে (১-০) যায়। এরপর ৫৯ মিনিটে জিল্লুর গোলে (২-০) জয় নিয়ে মাঠ ছাড়ে।

Rent for add