নিজস্ব প্রতিবেদক : ৫ মে ২০২৩, শুক্রবার, ২০:৪৬:১০
রক্তিম সংঘ ৩ : ০ ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাব
গ্রিন ডেল্টা ইন্সুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে রক্তিম সংঘ সহজ জয় পেয়েছে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ শুক্রবার তারা ৩-০ গোলে হারিয়েছে ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাবকে।
ম্যাচের ১৪ মিনিটে রিক্তের গোলে রক্তিম সংঘ এগিয়ে (১-০) যায়। এরপর ২৮ মিনিটে শাওন ব্যবধান দ্বিগুণ (২-০) করেন। ৫৯ মিনিটে সাদির গোলে (৩-০) রক্তিম সংঘ সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।
Rent for add