• ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫

ইয়াংস্টার ও বর্ণকের জয়

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে ঢাকা ইয়াংস্টার হকি ক্লাব ও বর্ণক সমাজ নিজ নিজ খেলায় জয় পেয়েছে। দুটি খেলাই আজ বৃহস্পতিবার (৪ মে) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

ঢাকা ইয়াংস্টার হকি ক্লাব ৭ : ১ উদিতি ক্লাব
ঢাকা ইয়াংস্টার হকি ক্লাব ৭-১ গোলে উদিতি ক্লাবকে পরাজিত করেছে। জয়ী দলের নৈঋত, সাবিত ও সমির দুটি করে গোল করেন। অপর গোল করেন কাওসার। বিজিত দলের সবুজ একটি গোল করেন।

বর্ণক সমাজ ১ : ০ ঢাকা হকি ক্লাব
বর্ণক সমাজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে হারিয়েছে ঢাকা হকি ক্লাবকে। জয়সূচক গোল করেন আতাউর রহমান।

Rent for add